logo
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৬

  শিবপুর (নরসিংদী) প্রতিনিধি   ১৯ এপ্রিল ২০২০, ০০:০০  

আইসোলেশন ইউনিটে এসি দিলেন এমপি মোহন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত শিবপুরও। ফলে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ১১ বেডের আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। আর সেই আইসোলেশন ইউনিট রুমে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ জহিরুল হক ভূঞা মোহন নিজস্ব অর্থায়নে চারটি এসি গত শুক্রবার প্রদান করেন। \হশিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম বলেন, এমপি জহিরুল হক ভূঞা মোহন হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশন রুমে চারটি এসি, ডাক্তার, নার্সদের পিপিই ও জীবাণুনাশক দিয়েছেন। করোনায় এই দুঃসময় এমপির এসি উপহার খুবই উপকারে আসবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবীর বলেন, হাসপাতালে এমপির পক্ষ থেকে যে সহযোগিতা করেছেন, এ জন্য ধন্যবাদ জানাই। এমপি এই প্রতিনিধিকে বলেন, করোনাভাইরাসে শিবপুরের বেশ কয়েকজন আক্রান্ত হওয়ায় ঝুুকি বাড়ছে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে যাতে করোনা রোগীর চিকিৎসা করানো যায়, সে জন্য প্রয়োজনীয় এসিসহ ডাক্তার ও নার্সদের পিপিই ও হ্যাকসাসোল দিয়েছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে