শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৯ মে ২০২০, ০০:০০

মার্কিনিদের বিতাড়িত

করার হুমকি ইরানের

যাযাদি ডেস্ক

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নিতে আবারও জোরালো দাবি জানিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলস্নাহ আলি খামেনি বলেছেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় মার্কিনিদের সামরিক আগ্রাসন বিশ্বব্যাপী মার্কিন সরকারকে ?ঘৃণিত করে তুলেছে। রোববার একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ইফতার পার্টিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ইরানের শীর্ষ নেতা। গত ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহতের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বন্দ্ব আরও প্রকট হয়। কয়েকদিন পর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান। আর কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমান উপসাগরে মার্কিন জাহাজকে বিরক্ত করলে ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খামেনি বলেন, 'ইরাক ও সিরিয়ায় মার্কিনিরা থাকতে পারে না, তাদের বিতাড়িত করা হবে।' ইরানের শীর্ষ নেতা বলেন, সাধারণ মানুষের বাইরেও যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানও নিজেদের আলাপচারিতায় মার্কিন নেতাদের প্রতি ক্ষোভ উগড়ে দেন। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বেপরোয়া ও যুক্তিহীন আচরণ ও কথাবার্তাকেই এজন্য দায়ী বললেন খামেনি। সংবাদসূত্র : রয়টার্স

আবারও কর্মক্ষেত্রে ৫

হাজারের বেশি পুলিশ

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোববার পর্যন্ত নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) পাঁচ হাজার ৪৫৭ জন সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে পুরোদমে কাজে ফিরেছে। করোনাভাইরাসে নিউইয়র্ক পুলিশের পাঁচ হাজার ৬৪৮ জন সদস্যের করোনা পজিটিভ এসেছে। এখনো ১৪৯ জন (১১১ পোশাকধারী ও ৩৮ বেসামরিক) সদস্য ভাইরাসের কারণে অসুস্থ বলে জানিয়েছে পুলিশ বিভাগ। রোববার পোশাকধারী এক হাজার ৪৫

জন সদস্য সুস্থ হয়েছে।

করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি নিউইয়র্কে পুলিশও সম্মুখযুদ্ধ করে যাচ্ছে। রেস্তোরাঁ, বার, সুপারমার্কেট, সেলুনসহ বিভিন্ন জনসমাগমস্থলে গিয়ে জনগণকে সামাজিক দূরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করছে তারা। অবশ্য দেশের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি নিউইয়র্কে। সেখানে সাড়ে তিন লাখের ওপর মানুষ আক্রান্ত হয়েছে করোনায় এবং মৃতু্য ছড়িয়েছে ২৮ হাজার। সংবাদসূত্র : সিএনএন

আফগানিস্তানে গাড়ি

বোমায় নিহত ৭

যাযাদি ডেস্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে গোয়েন্দা সংস্থার স্থাপনা লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই গোয়েন্দা সংস্থার লোক।

গজনি শহরে আফগানিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থার ইউনিট লক্ষ্য করে চালানো এ হামলায় একটি 'হামভি' গাড়ি ব্যবহার করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

রাজধানী কাবুলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তার প্রতিপক্ষ আবদুলস্নাহ আবদুলস্নাহের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি হওয়ার একদিন পর হামলার এ ঘটনাটি ঘটল। এই চুক্তির মাধ্যমে আফগানিস্তানে মাসের পর মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100009 and publish = 1 order by id desc limit 3' at line 1