মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
রয়টার্সের পরিসংখ্যান

যুক্তরাজ্যে মৃতু্যর মিছিলে প্রায় ৪৩ হাজার মানুষ

যাযাদি ডেস্ক
  ২১ মে ২০২০, ০০:০০

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ৪৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে বলে নতুন এক হিসাবে বলা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলস থেকে পাওয়া মৃতু্যর নতুন হিসাব, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের আগের তথ্য এবং ইংল্যান্ডের হাসপাতালে সম্প্রতি মৃতদের সংখ্যা যোগ করে যুক্তরাজ্যে কোভিড-১৯ এ মৃতু্য অন্তত ৪২ হাজার ৯৯০ জনে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক পরিসংখ্যানে বলা হয়েছে।

তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান মতে, দেশটিতে কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪২২ বলে জানানো হয়েছে। দুই হিসাবেই নতুন করোনাভাইরাসে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ইউরোপে সর্বোচ্চ, বিশ্বের মধ্যে দ্বিতীয়। এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রই কোভিড-১৯ এ যুক্তরাজ্যের চেয়ে বেশি মৃতু্য দেখেছে।

কেবল মৃতু্যই নয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ব্রাজিলের পর বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যেই সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) দেওয়া হিসাব দেশটির কেয়ার হোমগুলোতে বিপুল সংখ্যক মানুষের মৃতু্যর এক ধূসর চিত্রও হাজির করেছে। ওএনএসের মৃতু্যর হিসাবে সন্দেহভাজন আক্রান্তরাও স্থান পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গত ৮ মে-তেই যুক্তরাজ্যজুড়ে কেয়ার হোমগুলোকে কোভিড-১৯ এ মৃতু্য ১০ হাজার ছাড়িয়ে যায়। পরের দুই সপ্তাহে অবশ্য এসব হোমগুলোতে মৃতের সংখ্যা অনেকখানিই কমেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, 'কেয়ার হোমসহ প্রায় সর্বক্ষেত্রেই মৃতু্য কমছে। কিন্তু কেয়ার হোমে থাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষায় সম্ভব সব কিছু করা অব্যাহত রাখতে হবে আমাদের।'

পাঁচ মাসে বিশ্বব্যাপী তিন লাখ ১৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া নতুন করোনাভাইরাস এখন পর্যন্ত যে দেশগুলোতে মারাত্মকভাবে আঘাত হেনেছে, যুক্তরাজ্য তার অন্যতম। কোভিড-১৯ এ ব্যাপক আক্রান্ত-মৃতু্য দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপরও ভয়াবহ চাপ সৃষ্টি করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। মহামারি মোকাবিলায় তার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে। করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটিশ সরকার বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছে, বরিস জনসন এমন দাবি করেছেন। কিন্তু বিরোধীরা সংক্রমণের বিস্তৃতির জন্য ভাইরাস শনাক্তে পরীক্ষা ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা উপকরণ সরবরাহে প্রধানমন্ত্রীর তুলনামূলক ধীরে চলো নীতিকে দোষারোপ করছেন। মার্চে দেশটির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কোভিড-১৯ এ যুক্তরাজ্যে মোট মৃতু্য ২০ হাজারের নিচে রাখা গেলে, তাকে 'ভালো ফল' বলা যাবে বলে মন্তব্য করেছিলেন। সরকারের ধারণায় সবচেয়ে বাজে অবস্থাতেও মৃতু্য ৫০ হাজারের মধ্যে থাকবে বলে এপ্রিলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100198 and publish = 1 order by id desc limit 3' at line 1