শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
লাদাখ সীমান্ত সংকট

উত্তেজনা নিরসনে ভারতের ডাকে সাড়া চীনের

আগামীকাল শনিবার বৈঠক অনুষ্ঠিত হতে পারে
যাযাদি ডেস্ক
  ০৫ জুন ২০২০, ০০:০০
আপডেট  : ০৫ জুন ২০২০, ১০:৪২

নিজেদের মধ্যে ক্রমশ বেড়ে চলা উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও চীন। লাদাখে সৃষ্ট সংকট নিয়ে ভারতের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলে চীন এতে সম্মতি দিয়েছে। আগামীকাল শনিবার দুই দেশের মধ্যে সেনাপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদসূত্র :এনডিটিভি, এবিপি নিউজ দুই দেশই পূর্ব লাদাখে অতিরিক্ত বাহিনী, সামরিক যান ও প্রচুর অস্ত্রসম্ভার পাঠিয়েছে। এর মধ্যেই গত ৫ মে সন্ধ্যায় প্রায় ২৫০ ভারতীয় ও চীনা সেনা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পরে গত ৯ মে উত্তর সিকিমেও একই রকম ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরেই লাদাখ সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়েছে উভয় দেশ। এরপর শীর্ষ পর্যায়ে আলোচনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে দিলিস্নর তরফ থেকে বেইজিংয়ের কাছে আলোচনার অনুরোধ জানানো হলে চীন ভারতের প্রস্তাবে সম্মতি দিয়েছে। দুই দেশের সীমান্তবর্তী ভারতের অন্তর্গত চুশুল-মোলদো এলাকায় এই বৈঠক হবে। বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। ২০১৭ সালে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভারত ও চীনের মধ্যে। ডোকলামে ত্রিদেশীয় সীমান্তে এমন সংঘাতে জড়িয়ে পড়েছিল দুই দেশের বাহিনী। সেবার কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে বিতর্কের অবসান ঘটেছিল। দিলিস্নর প্রত্যাশা এবারও সেই পথেই সংকট উত্তরণ ঘটতে পারে। মিসাইলের আঘাত এড়াতে সক্ষম বিমান পাচ্ছেন মোদি এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এবার মিসাইল নিরোধক দুটি বোয়িং-৭৭৭ বিমান আসছে। মোদির নিরাপত্তার কথা ভেবেই এ দুটি বিমান আনা হচ্ছে। আসছে আগস্টের শেষে প্রথম বোয়িং-৭৭৭ বিমানটি যুক্তরাষ্ট্র থেকে আসবে। এর পরের মাসেই আসবে আরও একটি বিমান। বিমান দুটিতে অত্যাধুনিক কিছু ব্যবস্থা থাকবে। সেলফ প্রোটেকশন সু্যটসের পাশাপাশি এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টারমেসার্স, কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে