বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০২ জুলাই ২০২০, ০০:০০
আপডেট  : ০২ জুলাই ২০২০, ১০:৩০

পাকিস্তান প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল নিগার জোহর যাযাদি ডেস্ক পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন এক নারী কর্মকর্তা। মঙ্গলবার নিগার জোহর নামের ওই কর্মকর্তাকে এই পদোন্নতি দেওয়া হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার জানিয়েছেন, একই সঙ্গে ওই কর্মকর্তাকে দেশের ইতিহাসে প্রথম নারী সার্জন জেনারেল হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। এই পদোন্নতিকে পাকিস্তানি নারীদের ক্ষমতায়নের পথে একটি মাইলফলক আখ্যা দিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়া নিগার জোহর ২০১৭ সালে পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে তৃতীয় নারী হিসেবে মেজর জেনারেল র?্যাঙ্ক পান। সামরিক পরিবার থেকে উঠে আসা নিগার জোহরের বাবা কর্নেল কাদির পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা 'আইএসআই' এ কাজ করেছেন। পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী, নিগার জোহর কেবল একজন ডাক্তারই নন তিনি একজন দক্ষ শু্যটারও। রাওয়ালপিন্ডিতে স্কুল জীবন শেষ করে তিনি ১৯৮৫ সালে আর্মি মেডিক্যাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালে তিনি লাহোরের হেলথ সাইন্স বিশ্ববিদ্যাল থেকে জনস্বাস্থ্যের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নবনিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল নিগার জোহরকে অভিনন্দন জানিয়ে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ বলেন, এর মধ্য দিয়ে দেশের মেয়ে শিশু ও তরুণ নারীদের কাছে একটি জোরালো বার্তা যাবে। সংবাদসূত্র : ডন তেহরানে ক্লিনিকে বিস্ফোরণ, নিহত ১৯ যাযাদি ডেস্ক ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার সিনা আতাহার ক্লিনিকে এই বিস্ফোরণে আরও বহু লোক আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে, ওই বিস্ফোরণ ঘটেছে 'গ্যাস লিকেজ' থেকে। টেলিভিশনে আসা ভিডিওতে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। আগুন নেভাতে দমকল কর্মীদের লেগেছে কয়েক ঘণ্টা। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হতাহতদের অধিকাংশই নারী। ইরানের বার্তা সংস্থা ইসনায় দেওয়া উদ্ধৃতিতে তেহরান ফায়ারসার্ভিসের মুখপাত্র জালাল মালেকি বলেন, 'অনেকে উপরের তলাগুলোতে ছিলেন, তাদের অনেকে অস্ত্রপচারের কক্ষেও ছিলেন। সংবাদসূত্র : বিবিসি উইঘুর নারীদের বন্ধ্যা বানাচ্ছে চীন যাযাদি ডেস্ক মুসলিম জনসংখ্যা যাতে বাড়তে না পারে, সেজন্য উইঘুর মুসলিম নারীদের জোর করে বন্ধ্যা করে দিচ্ছে চীন। নতুন এক প্রতিবেদনে ভয়াবহ এ তথ্য উঠে এসেছে। চীনা গবেষক আদ্রিয়ান জেনজের লেখা রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর এই ঘটনার তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক নানা মহল। তবে চীন এই প্রতিবেদনকে 'ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছে। অনেক আগে থেকেই অভিযোগ আছে, উইঘুর মুসলিমদের ধরে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে চীন। এ নিয়ে বেশকিছুদিন ধরেই সমালোচনা চলছে। ধারণা করা হয় চীনে প্রায় ১০ লাখ উইঘুর ও অন্যান্য জাতির মুসলিমদের ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে।ওই ক্যাম্পের ছবি প্রকাশ হওয়ার পর অবশ্য চীন বলেছে, 'নতুন করে শিক্ষা' দেওয়ার জন্য তাদের ক্যাম্পে রাখা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে শিক্ষা মানে তাদের মন থেকে মুসলিম সংস্কৃতি এবং ধর্মীয় অনভূতির বিষয়গুলো নষ্ট করে দেওয়া। ২০১৯ সালে বিবিসির করা এক তদন্তে উঠে আসে, জিনজিয়াংয়ের মুসলিম শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে যেন তারা মুসলিম সম্প্রদায় থেকে আলাদা হয়ে বড় হয়। সংবাদসূত্র : রয়টার্স ভারতীয় সংবাদমাধ্যমে চীনের নিষেধাজ্ঞা যাযাদি ডেস্ক ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকসহ চীনের ৫৯টি অ্যাপ ভারতে নিষিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইটগুলোর অ্যাক্সেস বা প্রবেশ সুবিধা বন্ধ করে দিয়েছে বেইজিং। এখন থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সার্ভার ছাড়া ভারতীয় সংবাদমাধ্যমের কোনো ওয়েবসাইট চীনে বসে আর দেখা যাবে না। মঙ্গলবার থেকেই ভারতীয় ওয়েবসাইটগুলোর অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভারত চীনা অ্যাপ বন্ধ করলেও চীনা সাইটগুলোর ক্ষেত্রে কোনোরকম বিধিনিষেধ এখনো আরোপ করেনি। ফলে ভারতে বসে চীনা সাইটগুলোর অ্যাক্সেস এখনো পাওয়া যাচ্ছে। সোমবার চীনা অ্যাপ নির্মাতা বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ টিকটক, আলিবাবার তৈরি ইউসি ব্রাউজার ও চীনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠান টেনসেন্ট এর জনপ্রিয় বার্তা আদানপ্রদানের অ্যাপ উইচ্যাট এবং শেয়ারইটসহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত। সংবাদসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে