বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৫ জুলাই ২০২০, ০০:০০
প্রধানমন্ত্রী জঁ্য ক্যাস্টেক্স

ফ্রান্সের প্রধানমন্ত্রী

জঁ্য ক্যাস্টেক্স

যাযাদি ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে জঁ্য ক্যাস্টেক্সের নাম ঘোষণা করেছেন। শুক্রবার এদুয়ার্দ ফিলিপ তার মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করার পর ম্যাখোঁ প্রধানমন্ত্রী পদে ৫৫ বছর বয়সি ক্যাস্টেক্সকে মনোনীত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পরে এক অনুষ্ঠানে ফিলিপ উত্তরসূরিকে স্বাগত জানান। ক্যাস্টেক্স ফ্রান্সকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশবাদও ব্যক্ত করেন তিনি। ফ্রান্সে প্রেসিডেন্টের এক মেয়াদের মধ্যেই কয়েকবার মন্ত্রিসভা পরিবর্তনের চল আছে।

করোনাভাইরাস মহামারির আগে থেকেই দেশটির অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল। চলতি বছর দেশটিতে বেকারত্বের হারও অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ২০২২ সালের নির্বাচনের আগেই সরকারে রদবদল আনার ইঙ্গিত দিয়েছিলেন ম্যাখোঁ; তার ধারাবাহিকতাতেই মধ্য ডানপন্থি ক্যাসটেক্স দৃশ্যপটে চলে এলেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ম্যাখোঁ বলেছেন, 'অর্থনৈতিক সংকট দোরগোড়ায় চলে এসেছে। পরিস্থিতি বদলাতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে।' সংবাদসূত্র :রয়টার্স

পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি

করোনায় আক্রান্ত

যাযাদি ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি তার শরীরে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে। শুক্রবার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি কোয়ারেন্টিনে আছেন জানিয়ে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। শুক্রবার বিকালে সামান্য জ্বর জ্বর অনুভূত হওয়ার পর কুরেশি করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করান।

টুইটারে তেহরিক-ই ইনসাফ দলের এ নেতা বলেন, 'আমি এখন কোভিড-১৯ পজিটিভ। আলস্নাহর দয়ায় এখনো শক্ত ও উদ্দীপ্ত আছি।'

কুরেশির আগেও পাকিস্তানের বেশ কয়েকজন রাজনীতিকের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তাদের মধ্যে পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার, সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল, পিপিপি নেতা সৈয়দ গনি এবং রেলমন্ত্রী শেখ রশিদ সুস্থ হয়ে উঠেছেন। জুনে পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক দল মুসলিম লিগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরিফের শরীরেও নতুন করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া রাজনীতিকদের মধ্যে আছেন বেলুচিস্তানের সাবেক গভর্নর সৈয়দ ফজল আগা, পাঞ্জাবের প্রাদেশিক এমপি শাহীন রেজা, সিন্ধুর বাসস্থানবিষয়ক মন্ত্রী গুলাম মুর্তজা বালুচ, এমপি মুনির খান ওরাকাজি ও পিটিআইয়ের মিয়া জামশেদ উদ্দিন কাকাখেল।

সংবাদসূত্র :ডন

ট্রাম্পের ছেলের প্রেমিকা

করোনায় আক্রান্ত

যাযাদি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রেমিকা এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারী কিম্বার্লি গুইলফয়ল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার নির্বাচনী প্রচারণা তহবিল সংগ্রহকারী কমিটির শীর্ষ এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

ট্রাম্পের ভিক্টরি ফিন্যান্স কমিটির 'চিফ অফ স্টাফ' সার্জিও গর বলেন, পরীক্ষার ফল পজিটিভ আসার পর কিম্বার্লি তাৎক্ষণিকভাবে আইসোলেশনে গেছেন। তিনি সুস্থ আছেন। কিম্বার্লি অ্যাসিম্পটোমেটিক হওয়ায় আবারও তার করোনা পরীক্ষা করা হবে। তবে পূর্ব সতর্কতা হিসেবে তার সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বিবৃতিতে গর বলেন, ট্রাম্প জুনিয়রেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনিও স্বেচ্ছা আইসোলেশনে গেছেন এবং সব ধরনের অনুষ্ঠানে যোগদান বাতিল করেছেন। সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের মাউন্ট রাশমোরে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগে কিম্বার্লি করোনায় আক্রান্ত হন। ট্রাম্পের 'ভিক্টরি ফিন্যান্স' কমিটির সূত্র বলছে, কিম্বার্লি গুইলফয়ল সম্প্রতি প্রেসিডেন্টের সংস্পর্শে যাননি। তিনি তুলসা, ওকলাহোমায় গিয়েছিলেন। সেখানে প্রেসিডেন্টের সমাবেশ আয়োজনের নেপথ্যে কাজ করেছিলেন। তবে সে সময় তাকে মাস্ক পরতে দেখা যায়নি বলে অনুষ্ঠান সংশ্লিষ্টরা বলেছেন। সংবাদসূত্র :সিএনএন

সৌদিতে ইয়েমেনের

ড্রোন হামলা

যাযাদি ডেস্ক

সৌদি আরবে আবারও কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার তাদের বেশ কয়েকটি ড্রোন সৌদি আরবে হামলা চালিয়েছে।

এদিকে, ইয়েমেনের হুতি আনসারুলস্নাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সৌদি যদি ইয়েমেনের ওপর তাদের বর্বর আগ্রাসন চালিয়ে যায়, তবে তাদের বিরুদ্ধে আরও হামলা চালানো হবে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত ও নাজরান শহরে শুক্রবার বিকালে বড় ধরনের অভিযান চালায় ইয়েমেন। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইট বার্তায়

এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদসূত্র :প্রেস টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104835 and publish = 1 order by id desc limit 3' at line 1