শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১১ জুলাই ২০২০, ০০:০০
জেনাইন আনিয়েজ

বলিভিয়া

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

আনিয়েজ আক্রান্ত

যাযাদি ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর পর এবার লাতিন আমেরিকার আরেক দেশ বলিভিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জেনাইন আনিয়েজের দেহেও প্রাণঘাতী নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার টুইটারে আনিয়েজ নিজেই নিজের আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।

গত বছর বামপন্থি নেতা ইভো মোরালেসকে দেশত্যাগে বাধ্য করার পর ক্ষমতায় বসা এ নারী বলেছেন, 'শনাক্তকরণ পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়েছে। আমি ঠিক আছি। আইসোলেশনে থেকেই কাজ করব। সবাই মিলে আমরা এ পরিস্থিতি থেকে বের হবো।'

আনিয়েজের পাশাপাশি বৃহস্পতিবার ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল সোশালিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা দিয়োসদাদো কাবেলোর দেহেও কোভিড-১৯ শনাক্ত হয়েছে। বলিভিয়ার অন্তর্বর্তী সরকার স্বাস্থ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সাত সদস্যের কোভিড-১৯ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটিতে সেপ্টেম্বরের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। চলতি বছরের মে মাসে এ নির্বাচন করার পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে তা পিছিয়ে ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। লাতিনের অন্য দেশগুলোর তুলনায় ভেনেজুয়েলায় শনাক্ত রোগীর সংখ্যা বেশ কম। শুক্রবার পর্যন্ত দেশটিতে মাত্র ৮ হাজার ৩৭২ জনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃতু্য হয়েছে ৮০ জনের। সংবাদসূত্র :গার্ডিয়ান

ট্রাম্পকে আদালতে দেখে

নেওয়ার হুমকি

যাযাদি ডেস্ক

করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয়ের সব কোর্স অনলাইনের আওতায় চলে গেলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া।

মামলার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ট্রাম্প প্রশাসনের বেআইনি নীতি কোভিড-১৯ এর বিস্তার আরও বাড়িয়ে তোলার এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে থাকা হাজার হাজার কলেজ শিক্ষার্থীকে নির্বাসিত করার হুমকি দিচ্ছে।'

ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যেও দেশের শিক্ষাব্যবস্থা চালু করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প। গত সোমবার 'আমেরিকান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট' (আইসিই) জানায়, ফল সেমিস্টারের জন্য অনলাইন ক্লাস চালু হলে দেশে থাকতে পারবেন না বিদেশি শিক্ষার্থীরা।

হোয়াইট হাউসের এই পদক্ষেপকে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর চাপ হিসেবে দেখা যাচ্ছে, যারা এই মহামারির মধ্যে প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সংশয় প্রকাশ করছে। কিন্তু শিক্ষার্থীদের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে এবং তাদের ক্লাস শুরু হলে করোনা আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে, এই শঙ্কায় ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ও হার্ভার্ড ইউনিভার্সিটি অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ওই ঘটনার পরপরই ট্রাম্প প্রশাসন তাদের বিতর্কিত নীতির কথা জানায়।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার এই মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী দায়ের করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ফেসবুক পাতায় রাজ্যটির অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বেকেরা জানান, 'বিদেশি শিক্ষার্থীদের তাড়িয়ে দিতে, কিংবা আমাদের কলেজগুলোকে কোভিড-১৯ ছড়ানোর কেন্দ্র বানাতে চান প্রেসিডেন্ট। আমাদের প্রতিক্রিয়া জানতে চান? আমরা তাকে আদালতে দেখে নেবো?'

গত বুধবার এমআইটির সঙ্গে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেসিডেন্টের এই নীতির বিরুদ্ধে পৃথক মামলা করেছে। সংবাদসূত্র :আল-জাজিরা

আত্মহত্যা করেছেন

সিউলের মেয়র

যাযাদি ডেস্ক

যৌন হয়রানির অভিযোগ ওঠার পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন-সুন আত্মহত্যা করেছেন বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার তিনি নিখোঁজ হওয়ার পর পুলিশ তার লাশ উদ্ধার করে।

শুক্রবার তার সরকারি বাসভবনে সুইসাইড নোট পাওয়ার পর তা প্রকাশ করেছে পুলিশ। হাতে লেখা এই নোটে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, 'সবার কাছে আমি দুঃখিত। আমার জীবনে যারা ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবারের প্রতি আমি দুঃখিত, যাদের জন্য আমি শুধু বেদনার কারণ হয়েছি। সবাইকে বিদায়।'

সুইসাইড নোটে তিনি তার দেহভস্ম বাবা-মায়ের সমাধিতে ছিটিয়ে দেওয়ার জন্য বলেছেন। তবে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে কিছু উলেস্নখ করেননি তিনি।

আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে পার্কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তার ব্যক্তিগত সহকারী। অভিযোগে ওই নারী উলেস্নখ করেছেন, কর্মঘণ্টায় তিনি যৌন হয়রানি ও অনুপযুক্ত অঙ্গভঙ্গির শিকার হয়েছেন। কার্যালয় সংযুক্ত বেডরুমে তাকে জোর করে আলিঙ্গনও করা হয়েছে। কর্মঘণ্টা শেষ হওয়ার পর সেলফি ও বাজে বার্তা পাঠাতেন পার্ক।

পুলিশ পার্কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্তারিত জানায়নি। পার্কের মৃতু্যর ফলে স্বয়ংক্রিয়ভাবে তদন্ত বন্ধ হয়ে যাবে। সংবাদসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105446 and publish = 1 order by id desc limit 3' at line 1