শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বিশ্বে শনাক্তে রেকর্ড

পাগলা ঘোড়ায় সওয়ার করোনা

বেশি রোগী শনাক্ত যুক্তরাষ্ট্র ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারতে আক্রান্ত এক কোটি ৩১ লাখের বেশি, মৃতু্য ৫ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে
যাযাদি ডেস্ক
  ১৪ জুলাই ২০২০, ০০:০০

বিশ্বজুড়ে একদিনে রেকর্ড দুই লাখ ৩০ হাজার ৩৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও)। আক্রান্তের এই সংখ্যাকে অনেক বিশেষজ্ঞ পাগলা ঘোড়ার সঙ্গে তুলনা করছেন। তারা বলছেন, পাগলা ঘোড়ায় সওয়ার হয়েছে মহামারি করোনা। বিশ্ব সংস্থার রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় পাওয়া তথ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। উলেস্নখ্য, করোনায় বিশ্বে সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৩১ লাখের বেশি। আর মৃতু্য পাঁচ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে। তবে সুস্থতার সংখ্যাও কম নয়। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছে সাত কোটি ৬১ লাখের বেশি মানুষ। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি, এনডিটিভি

এর আগে ১০ জুলাই একদিনে দুই লাখ ২৮ হাজার ১০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছিল ডবিস্নউএইচও। এতদিন সেটাই ছিল বিশ্বে একদিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের তথ্য জানাচ্ছে, নতুন আক্রান্তদের নিয়ে বাংলাদেশের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত মোট রোগীর সংখ্যা ছিল প্রায় এক কোটি ৩১ লাখ। কোভিড-১৯ এ দৈনিক মৃতু্যর সংখ্যা গত বেশ কিছু দিন ধরে পাঁচ হাজারের কাছাকাছি থাকছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে জানুয়ারির শুরুর দিকে প্রথম মৃতু্যর পর সাত মাসের মাথায় বিশ্বজুড়ে মৃতু্যর সংখ্যা পাঁচ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস লকডাউন শিথিল হওয়ার পর থেকে নতুন রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের।

\হ

ভারতে একদিনে রেকর্ড ২৮ হাজার আক্রান্ত, মৃত ৫০০

ভারতে লাগামহীন গতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। পুরানো সব রেকর্ড গুঁড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ হাজারের বেশি, এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছে প্রায় আট হাজার।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৮ হাজার ৭০১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে ৮ লাখ ৮০ হাজারের বেশি মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হলো। ভারতে এ পর্যন্ত ২৩ হাজার ২০০ জনের বেশি প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে অন্তত ৫০০ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে অন্তত সাড়ে পাঁচ লাখ। সোমবার পর্যন্ত সেখানে করোনা থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ০১ শতাংশ। ভারতে এ পর্যন্ত যত মানুষের নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১৩ দশমিক ০৯ শতাংশ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমণের শীর্ষে থাকা ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে সাত হাজার ৮২৭ জন। এছাড়া তামিলনাড়ুতে চার হাজার ২৪৪, কর্ণাটকে দুই হাজার ৬২৭, অন্ধ্রপ্রদেশে এক হাজার ৯৩৩ এবং দিলিস্নতে একদিনে এক হাজার ৫৭৩ নতুন করে আক্রান্ত হয়েছে।

মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়াল মেক্সিকো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে ২৭৬ জন মারা গেছে। তাতে মৃতের হিসাবে ইতালিকে টপকে বিশ্বে চার নম্বরে উঠে গেছে লাতিন আমেরিকার দেশটি। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোতে এই ভাইরাসে মারা গেছে ৩৫ হাজারের বেশি। তাতেই ইতালিকে পেছনে ফেলেছে দেশটি। মহামারির শুরুতে মৃতু্যপুরীতে পরিণত হওয়া ইতালিতে এ পর্যন্ত মারা গেছে ৩৪ হাজার ৯৫৪ জন। মৃতু্যতে মেক্সিকোর ওপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও যুক্তরাজ্য। করোনায় এখন পর্যন্ত এক লাখ ৩৫ হাজারের বেশি মার্কিনি মারা গেছে। দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে প্রাণহানি ৭২ হাজার ছাড়িয়েছে এবং প্রায় ৪৫ হাজার ব্রিটিশের মৃতু্য হয়েছে করোনায়।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদোর রোববার মহামারি নিয়ে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসেছিলেন। পরে বলেছেন, 'এটা তীব্রতা হারাচ্ছে'। রোববারের হিসাব প্রকাশের আগে এই মন্তব্য করেন ওব্রাদোর। এর আগে গত সপ্তাহে রেকর্ড সংক্রমণের পর তিনি দেশের মধ্যে মহামারি নিয়ে অস্থিরতা বাড়ানোর জন্য 'রক্ষণশীল মিডিয়াকে' দায়ী করেন।

ব্রাজিলে মৃতু্যর সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে

এদিকে, ব্রাজিলে করোনাভাইরাসে একদিনে আক্রান্ত ও মৃতু্যর সংখ্যা রোববার প্রায় অর্ধেকে নেমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ হাজার ৮৩১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত কদিন ধরে দৈনিক মৃতু্য এক হাজার অতিক্রম করলেও রোববার মারা যায় ৬৩১ জন। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৯ লাখের দিকে ছুটছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মহামারি শুরুর পর দক্ষিণ আমেরিকার দেশটিতে ১৮ লাখ ৬৬ হাজারের বেশি লোকের করোনা পজিটিভ হয়েছে। সরকারি হিসাবে করোনায় মারা গেছে ৭২ হাজারের বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি। সাপ্তাহিক ছুটির দিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা অর্ধেকে নেমে যাওয়ায় করোনার পরীক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা কমে যাওয়ার কারণে আক্রান্ত আর মৃতু্য কমতে শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105813 and publish = 1 order by id desc limit 3' at line 1