শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
করোনা মহামারি

ভারতে সর্বাধিক মৃত্যুর রেকর্ড ২৪ ঘণ্টায়

গুজরাটে কোভিড-১৯ হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু
যাযাদি ডেস্ক
  ০৭ আগস্ট ২০২০, ০০:০০
আপডেট  : ০৭ আগস্ট ২০২০, ১০:৪২
এই হাসপাতালে আগুন লাগে

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০৪ জনের প্রাণহানি ঘটেছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫৬ হাজারের বেশি মানুষ। সংবাদসূত্র : এপি, এনডিটিভি, এবিপি নিউজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনায় একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে বুধবার। এই সময়ে দেশটিতে করোনায় মারা গেছে ৯০৪ জন। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ৬৯৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও ৫৬ হাজার ২৮২ জন আক্রান্ত হওয়ায় দেশটিতে করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৬৪ হাজার ৫৩৬ জনে পৌঁছেছে। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৫৩ হাজার ৫২৪ এবং ৫৭ হাজার ১৫২ জন। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা ৪৮ লাখ ২৩ হাজার এবং দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ২৮ লাখ ৫৯ হাজারের বেশি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনায় মৃতু্য ৪০ হাজার ৬৯৯ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ৩০ দিনেই মারা গেছে ২০ হাজার মানুষ। দেশটিতে করোনায় মৃতু্যতে শীর্ষে আছে মহারাষ্ট্র। এই রাজ্যে এখন পর্যন্ত মারা গেছে ১৬ হাজার ৪৭৬ জন। এছাড়া রাজধানী দিলিস্নকে পেছনে ফেলে মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে মোট মৃত চার হাজার ৪৬১ জন। তবে দিলিস্নতে সেই সংখ্যা চার হাজার ৪৪ জন। পুরো জুলাই মাস জুড়েই মৃতু্য বেড়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে কর্ণাটক। সেখানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দুই হাজার ৮০৪ জনের মৃতু্য হয়েছে। গুজরাটে দুই হাজার ৫৫৬, উত্তরপ্রদেশে এক হাজার ৮৫৭, পশ্চিমবঙ্গ এক হাজার ৮৪৬ ও অন্ধ্রপ্রদেশে এক হাজার ৬৮১ জনের প্রাণ কেড়েছে করোনা। তবে গত ১৪ দিনে দেশটিতে করোনায় সুস্থ্যতার হার ৬৩ শতাংশ থেকে ৬৭ শতাংশে উন্নীত হয়েছে। দেশটিতে এখনো প্রায় ছয় লাখ করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ভারতে বর্তমানে করোনায় মৃতু্যর হার দুই দশমিক ০৯ শতাংশ বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গুজরাটে কোভিড-১৯ হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃতু্য এদিকে, ভারতের গুজরাটে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ রোগীর মৃতু্য হয়েছে। আহমেদাবাদের নাভরাংপুর এলাকার শ্রেই হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। তিন নারীসহ ৮ নিহতের সবাই হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার সময় ৫০ শয্যার হাসপাতালটিতে ৪৫ জনের মতো রোগী ভর্তি ছিলেন। যে ৮ রোগীর মৃতু্য হয়েছে, তারা বাদে বাকিদের উদ্ধার করে সর্দার বলস্নভভাই প্যাটেল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে