শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
বস্ন্যাক বক্স উদ্ধার

কেরালায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮

যাযাদি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২০, ০০:০০
দুমড়ে-মুচড়ে গেছে বিমানটি

ভারতের কেরালায় রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটির ১৮ আরোহীর মৃতু্য হয়েছে। আহত ১৭২ জনের মধ্যে অন্তত ১৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে শনিবার জানা গেছে। অবশ্য স্থানীয় কর্মকর্তাদের ভাষ্যমতে, ১৫৬ জনের আঘাত গুরুতর। তাদের চিকিৎসা চলছে। এদিকে, এ দুর্ঘটনায় 'গভীর শোক' প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ দুবাই থেকে ১৯০ জন আরোহী নিয়ে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালার কালিকট (কোঝিকোড়) বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাইট আইএক্স ১৩৪৪ দুর্ঘটনায় পড়ে। প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় সেটি রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায়। তবে শেষ পর্যন্ত আগুন না ধরায় উড়োজাহাজটির বেশির ভাগ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হায়েছে। আহতদের কালিকট ও মালাপুরামের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শনিবার দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে দুবাইয়ে আটকা পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল বোয়িং ৭৩৭ বিমানটি। সেটিতে ১০ জন শিশুসহ মোট ১৮৪ জন যাত্রী, দুইজন পাইলট ও চারজন কেবিন ক্রু ছিলেন বলে জানায় ভারতের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক শুক্রবার এক বিবৃতিতে বলেন, প্রবল বৃষ্টির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের দুটি অংশ দুই দিকে পড়ে আছে, চারদিকে ছড়িয়ে আছে টুকরো অংশ। উদ্ধারকর্মীরা প্রবল বৃষ্টির মধ্যে সেই ধ্বংসস্তূপ থেকে আরোহীদের বের করে আনার চেষ্টা করছেন। এদিকে, অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটির বস্ন্যাক বক্স উদ্ধার হয়েছে। এই বক্সেই সঞ্চিত থাকে বিমানের অবস্থান ও উচ্চতা সংক্রান্ত তথ্যসহ চালকদের কথোপকথন। দুর্ঘটনার সময়কার পরিস্থিতিসহ অনেক প্রশ্নেরই উত্তর মিলবে উদ্ধার হওয়া এই ডাটা রেকর্ডার থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে