শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে ফের করোনা, কেনাকাটার হিড়িক

যাযাদি ডেস্ক
  ১২ আগস্ট ২০২০, ০০:০০

করোনামুক্ত থাকার ১০২ দিন পর নিউজিল্যান্ডে ফের এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় দেশটির বৃহত্তম শহর অকল্যান্ড লকডাউন করা হয়েছে। তিন মাসের বেশি সময় পর মঙ্গলবার প্রথম স্থানীয় সংক্রমণ শনাক্ত হওয়ার এই খবর গণমাধ্যমে আসায় দেশটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে সুপারমার্কেটে হুমড়ি খেয়েছে পড়েছে। সংবাদসূত্র : রয়টার্স

করোনা মহামারি মোকাবিলায় নিউজিল্যান্ডের সাফল্য বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। সারা বিশ্বে করোনার তান্ডব চললেও প্রশান্ত মহাসাগরীয় ৫০ লাখ জনগোষ্ঠীর এই দেশটি থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছিল তিন মাস আগে।

কিন্তু এই সাফল্যে আপাতত বিরতি দিয়ে দেশটিতে করোনার প্রথম স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অ্যাশলে বস্নুমফিল্প বলেন, অকল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক পরিবারের চারজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের একজনের বয়স ৫০ বছর। নতুন আক্রান্তদের বিদেশ ভ্রমণের ইতিহাস নেই।

এদিকে, দেশটিতে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার খবর চাউড় হওয়ার পর লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, পূর্ব-সতর্কতা হিসেবে বুধবার সকাল থেকে অকল্যান্ডে তৃতীয় ধাপের বিধিনিষেধ কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108484 and publish = 1 order by id desc limit 3' at line 1