শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৩ আগস্ট ২০২০, ০০:০০
টিম কুক

শতকোটির ক্লাবে

অ্যাপল প্রধান কুক

যাযাদি ডেস্ক

বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় এক দশকের মাথায় শতকোটির ক্লাবে (বিলিয়নিয়ার) নাম লেখালেন টিম কুক। করোনাকালেও অ্যাপলের বাজারমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারও সম্পদের পরিমাণ বেড়েছে।

গত সপ্তাহে শেয়ারের দামে ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় মার্কিন প্রযুক্তি কোম্পানিটির বাজারমূল্য এখন দুই লাখ কোটি ছুঁইছুঁই। চলতি বছরে অ্যাপলের শেয়ারপ্রতি দাম ৪৫১ ডলার অর্থাৎ ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির এমন বসন্তদিনে তার প্রধান নির্বাহীর সম্পদের পরিমাণ যে বাড়বে এটা অনুমিত।

প্রযুক্তিবিশ্ব বিলিয়নিয়ার তৈরির কারখানা। শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১৮৬ বিলিয়ন ডলার। সম্প্রতি দশ হাজার কোটি অর্থাৎ ১০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হওয়ার তালিকায় নাম লিখিয়েছেন ফেসবুকের জুকারবার্গ। মাইক্রোসফটের বিল গেটসের সম্পত্তি ১২১ বিলিয়ন ডলার।

কুকের এই তালিকায় নাম লেখানোটা অবশ্য কিছুটা ব্যতিক্রম। কেননা উলিস্নখিত সবার মতো তিনি কোনো টেক জায়ান্টের প্রতিষ্ঠাতা নন। এই তালিকায় গুগল প্রধান সুন্দর পিচাইয়ের নামও নেই। অথচ প্রধান নির্বাহী হওয়া সত্ত্বেও কুক অ্যাপলের প্রায় ০.০২ শতাংশ শেয়ারের মালিক; যার বাজারমূল্য ৩৭৫ মিলিয়ন ডলার। সংবাদসূত্র : সিএনএন

হংকং

জামিনে মুক্ত মিডিয়া

মুঘল জিমি লাই

যাযাদি ডেস্ক

জামিনে মুক্তি পেয়েছেন হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাই। কথিত 'বিদেশি শক্তির সঙ্গে হাত মেলানোর' অভিযোগে গত ১০ আগস্ট চীনের বিতর্কিত নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে বুধবার সকালে তাকে জামিনে

মুক্তি দেয় চীনা কর্তৃপক্ষ।

মুক্তির পর জিমি লাইকে অভিবাদন জানায় সমর্থকরা। এ সময় তারা তাকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সেস্নাগান দিতে থাকে। জিমি লাইয়ের গণতন্ত্রকামী সংবাদমাধ্যমের পক্ষেও নানা

সেস্নাগান দেয় সমর্থকরা।

১০ আগস্ট তাকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এই ঘটনা ইঙ্গিত করে যে, চীন অপ্রত্যাশিতভাবে হংকংয়ের ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিমি লাই একজন দেশপ্রেমিক মানুষ। তিনি হংকংয়ের মানুষের ভালো চাইতেন।

১৫০ বছর ঔপনিবেশিক শাসনে থাকার পর চুক্তির মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই হংকংকে চীনের কাছে ফেরত দেয় যুক্তরাজ্য। তখন থেকে অঞ্চলটি 'এক দেশ, দুই নীতি'র আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। সংবাদসূত্র : বিবিসি

ট্যাংকবাহী যানও

বানাচ্ছে ইরান

যাযাদি ডেস্ক

ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নওজার নেয়মাতি বলেছেন, ট্যাংকবাহী যানসহ সব ধরনের অতি ভারী যান নির্মাণে ইরানের সশস্ত্র বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এর ফলে এই ধরনের যান নির্মাণে কিছু দেশের একক আধিপত্যের অবসান হয়েছে বলেও মনে করেন তিনি।

ইরানের এই সামরিক কমান্ডার বলেন, তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা যাতে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র তৈরির পথে বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য ইরানের তরুণ বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রিগেডিয়ার নেয়মাতি বলেন, ইরানের সশস্ত্রবাহিনী এখন প্রতিরক্ষা খাতের প্রায় সব সামগ্রী নিজেই উৎপাদন করছে। তিনি আরও বলেন, শত্রম্নদের নিষেধাজ্ঞাকে ইরানি বিজ্ঞানীরা সুযোগে পরিণত করেছেন। তারা কঠিনতম নিষেধাজ্ঞার মধ্যেই সামরিক কাজে ব্যবহৃত অতি ভারী যান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন। সংবাদসূত্র : পার্স টুডে

কর্ণাটকে বাসে আগুনে

পুড়ে অঙ্গার ৫

যাযাদি ডেস্ক

ভারতের কর্ণাটকে বাসে আগুন লেগে দুই শিশু ও এক নারীসহ ৫ জন নিহত হয়েছে। বুধবার ভোরে চিত্রদুর্গ জেলার হিরিয়ুর তালুকের কেআর হালিস্ন এলাকার একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ জন যাত্রী নিয়ে বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি। ভোরে চিত্রদুর্গ জেলার হিরিয়ুর তালুকের কেআর হালিস্ন এলাকায় ৪নং জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দ্রম্নত ছড়িয়ে পড়ায় অনেকেই বের হতে পারেনি। ফলে বাসের মধ্যেই শিশুসহ পাঁচজন নিহত হয়। তাদের পরিচয় এখনো

শনাক্ত করা যায়নি।

পুলিশের ধারণা, বাসটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার পরই তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন হিরিয়ুরের পুলিশ সুপার রাধিকা হাজির। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটিতে কীভাবে আগুন

লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108601 and publish = 1 order by id desc limit 3' at line 1