শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সামরিক চুক্তি করে ভারতের ক্ষমতা বাড়াল যুক্তরাষ্ট্র

যাযাদি ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা ও প্রতিরক্ষামন্ত্রী নিমর্লা

ভারত ও যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও নিরাপত্তা সম্পকর্ জোরদার করতে একটি গুরুত্বপূণর্ সামরিক যোগাযোগ চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি করল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বহুল আলোচিত ‘টু প্লাস টু’ বৈঠকে এই চুক্তি স্বাক্ষর হয়। ‘কমিউনিকেশন্স কম্পাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট’ বা কোমকাসা নামে এই প্রতিরক্ষা চুক্তির ফলে আরও শক্তিশালী মাকির্ন সমরাস্ত্র সংগ্রহ করতে পারবে ভারত। বৈঠকে ভারতের পরমাণু সরবরাহকারী গ্রæপে (এনএসজি) অন্তভুির্ক্ত ও ভারতীয়দের জন্য মাকির্ন ভিসা ইস্যু নিয়েও আলোচিত হয়। সংবাদসূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

এশিয়া তথা দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে সম্পকর্ মজবুত করছে মাকির্ন যুক্তরাষ্ট্র। বিশেষ করে প্রতিবেশী পাকিস্তানে চীনের বতর্মান প্রভাব নিয়ে চিন্তিত হোয়াইট হাউস।

এরই প্রেক্ষাপটে দিল্লিতে এই প্রথম টু প্লাস টু বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা। যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। আর ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নিমর্লা সিতারমন।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ বৈঠকের আলোচনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূবর্ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ওপর বৈঠকে জোর দেয়া হয়।

বৈঠকে ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশের সেনাপ্রধানের মধ্যে হটলাইন চালুর মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনী একে অপরের সঙ্গে গোপনীয়তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এ ছাড়াও ২০১৯ সালে ভারত উপক‚লে বিমানবাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর যৌথ মহড়া আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির ফলে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কারণে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকতে পারে যুক্তরাষ্ট্র। এতে আরও বৃদ্ধি পাবে ভারতের সামরিক শক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11100 and publish = 1 order by id desc limit 3' at line 1