logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

নৌকা ডুবে শতাধিক অভিবাসন-প্রত্যাশী নিহত

লিবিয়া উপক‚লে একটি রাবারের নৌকা ডুবে ২০ শিশুসহ শতাধিক অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থা ‘ডক্টরস উইদাউট বডার্সর্’। চলতি মাসের শুরুতে এই নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানায় সংস্থাটি। সংবাদসূত্র : আল-জাজিরা, বিবিসি

বেঁচে যাওয়া একজনকে উদ্ধৃত করে দাতা সংস্থাটি সোমবার জানায়, নিহতদের মধ্যে ১৭ মাস বয়সী জমজ ও তাদের বাবা-মাও ছিলেন। ১ সেপ্টেম্বর লিবিয়া উপক‚ল থেকে যাত্রা ?শুরু করে নৌকা দুটি। সুদান, মালি, নাইজেরিয়া, ক্যামেরুন, ঘানা, লিবিয়া, আলজেরিয়া ও মিসরের মতো আফ্রিকান দেশ থেকে অভিবাসীরা ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে রওনা দেন। হঠাৎ একটি নৌকার ইঞ্জিনে ত্রæটি ধরা পড়ে এবং আরেকটি ভাঙতে শুরু করে।

বেঁচে যাওয়া একজন বলেন, ইঞ্জিন নষ্ট হয়ে গেলে এলোপাতাড়ি ঘুরতে থাকে নৌকাটি। সে সময় ১৬৫ জন প্রাপ্তবয়স্ক ও ২০ জন শিশু ছিল নৌকায়। তিনি বলেন, ঘটনার সময় তিনি ‘মোবাইল নেভিগেশনে’ দেখতে পান যে মালটা উপক‚ল বেশি দূরে নয়। তিনি বলেন, আমরা সঁাতার কাটতে পারছিলাম না। অল্প কয়েকজনের কাছে লাইফ জ্যাকেট ছিল।

যারা নৌকা কিংবা ভাঙা অংশ ধরে রাখতে পেরেছিলেন তারাই বেঁচে গেছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে