logo
  • Sun, 18 Nov, 2018

  যাযাদি ডেস্ক   ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া মস্কোর

ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া মস্কোর
রাশিয়ার সামরিক মহড়া Ñফাইল ছবি
রাশিয়া মঙ্গলবার তার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করেছে। এতে চীনসহ তিন লাখ

সেনা অংশ নিচ্ছে।

পূবর্ সাইবেরিয়ায় সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় এই মহড়ার নামকরণ করা হয়েছে ‘ভস্তক-২০১৮’ (পূবর্-২০১৮)। এতে মঙ্গোলীয় ও চীন সেনাদের সমবেত করা হচ্ছে। যদিও ন্যাটো এর তীব্র নিন্দা জানিয়ে একে বড় ধরনের সংঘষের্র মহড়া হিসেবে বণর্না করেছে।

মহড়াটি এমন এক সময় করা হচ্ছে, যখন মস্কোর সঙ্গে পশ্চিমাদের ইউক্রেন ও সিরিয়া নিয়ে উত্তেজনা চলছে।

রাশিয়ার সামরিক বাহিনী এই মহড়াকে ১৯৮১ সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সামরিক মহড়ার চেয়েও বড় হিসেবে বণর্না করেছে। সে সময় ওয়ারশ জোটের এক থেকে দেড় লাখ সেনার অংশগ্রহণে ‘জাপদ-১৯৮১’ (পশ্চিম-৮১) মহড়াটি অনুষ্ঠিত হতো।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেগের্ই শুইগো বলেছেন, এবারের সামরিক মহড়াটি অনেক বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় তিন লাখ সেনা, ৩৬ হাজার সামরিক যান, এক হাজার যুদ্ধবিমান এবং ৮০টি যুদ্ধ জাহাজ অংশ নিচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দূরপ্রাচ্যের শহর ভøাদিভস্তকে আয়োজিত ইকোনমিক ফোরামে অংশ নেয়ার পর এই মহড়ায় যোগ দেবেন। ইকোনমিক ফোরামে অন্যতম অতিথি হিসেবে অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংবাদসূত্র : এএফপি অনলাইন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে