বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিবার্চনের আগে কালো টাকা ফেরাবে মোদি সরকার!

যাযাদি ডেস্ক
  ৩০ জুন ২০১৮, ০০:০০

২০১৪ সালে ভারতের লোকসভা নিবার্চনের আগে সুইস ব্যাংকে রাখা কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রæতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০১৯ সালের নিবার্চনের আগে একই ইস্যু করতে যাচ্ছে দলটি। দেশটির রেলমন্ত্রী পীযুষ গয়াল জানান, চলতি অথর্বছর শেষে ভারতে ফিরে আসবে কালো টাকা। সংবাদসূত্র : ইনডিয়া টাইমস

শুক্রবার গয়াল জানান, ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে যত কালো টাকা সুইস ব্যাংকে জমা পড়েছে, তার সব তথ্য এই অথর্বছর শেষে সরকারের কাছে চলে আসবে। দুই দেশের মধ্যে এ নিয়ে চুক্তিও হয়েছে।

তার এই মন্তব্যের একদিন আগে ‘সুইস ন্যাশনাল ব্যাংক’ জানিয়েছে, তাদের ব্যাংকগুলোতে ভারতীয়দের অথর্ রাখার পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথার্ৎ, ২০১৭ সালে ১.০১ বিলিয়ন সুইস মুদ্রা (ভারতীয় মুদ্রায় সাত হাজার কোটি টাকা) বেড়ে গেছে।

এদিকে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এ ব্যাপারে মোদির অতীতের বিবৃতিগুলো স্মরণ করিয়ে খেঁাচা দিয়েছেন।

কংগ্রেসের টুইটারে বলা হয়েছে, ‘মোদিজি নোট বাতিল তো ব্যথর্ হলো। এখন তো বলুন এই কালো টাকা সুইস ব্যাংকে কে জমা করেছে?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে