শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরাকে ১২ আইএস জঙ্গির ফঁাসি

যাযাদি ডেস্ক
  ৩০ জুন ২০১৮, ০০:০০
প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি

জঙ্গিগোষ্ঠী আইএসের মৃত্যুদÐপ্রাপ্ত ১২ সদস্যের ফঁাসি কাযর্কর করেছে ইরাক। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির কাযার্লয় একথা জানিয়েছে। সম্প্রতি জঙ্গিগোষ্ঠীটি আট বন্দিকে হত্যা করার পর এই

পদক্ষেপ নেন আবাদি।

আইএস জঙ্গিদের ফঁাসি কাযর্কর করা হয় বৃহস্পতিবার। গত বুধবার আবাদি বলেছিলেন, এই জঙ্গিদের মৃত্যুদÐ তাৎক্ষণিকভাবে কাযর্কর করার

নিদের্শ দিয়েছিলেন।

সরকারের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির নিদের্শ অনুযায়ী, বৃহস্পতিবার ১২ মৃত্যুদÐপ্রাপ্ত সন্ত্রাসীর ফঁাসি কাযর্কর করা হয়েছে।

ইরাকের নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিস্ফোরক দিয়ে আট ব্যক্তির ছিন্ন-ভিন্ন করা দেহ খুঁজে পায় গত বুধবার। এর দুইদিন আগে সরকারের কাছে আইএস জঙ্গিদের করা একটি দাবির সময়সীমা শেষ হয়ে যায়।

আইএস সদস্যরা ইরাকের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করে ও তাদের ছয়জনকে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখায়। জঙ্গিরা হুমকি দেয়, সরকার যদি আইএস-সংশ্লিষ্টতার সন্দেহে গ্রেপ্তারকৃত নারী সুন্নি বন্দিদের মুক্তি না দেয়, তাহলে অপহৃত নিরাপত্তাকমীের্দর হত্যা করা হবে। আইএসের দাবি, অপহৃত ব্যক্তিরা ইরাকের আধা-সামরিক বাহিনী হাশদ আল-শাবির সদস্য ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ময়না তদন্ত করে জানা গেছে, অপহৃত ব্যক্তিদের সময়সীমা শেষ হওয়ার আগেই হত্যা করা হয়েছে। হুমকি দেয়া ওই ভিডিওটা ছিল আইএসের অপপ্রচার। সংবাদসূত্র : এএফপি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে