বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পকর্

উন্নয়নে মস্কো প্রস্তুত

যাযাদি ডেস্ক

রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পকের্র অচলাবস্থা নিরসন করতে মস্কো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগের্ই ল্যাভরভ। এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাভাবিক সংলাপের বিষয়টি গভীরভাবে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। যদিও যুক্তরাষ্ট্রের আধিপত্যের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরোধীর মনোভাব এই প্রক্রিয়ার জন্য অন্তরায়।

জামাির্নর ‘ডিপিএ’ সংবাদ সংস্থাকে দেয়াকে এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাৎকারটির রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

ল্যাভরভ বলেন, ‘আমাদের সীমাবদ্ধ অবস্থান থেকেই দুই দেশের পারস্পরিক কোণঠাসা অবস্থার আবরণ উন্মুক্ত করতে আগ্রহী। তবে ওয়াশিংটনের কমর্কাÐের কারণে দুই সরকারের মধ্যে

পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ট্রাম্পের বিবৃতিকে আমরা আমাদের দেশের সঙ্গে স্বাভাবিক সংলাপের প্রস্তুতি গুরুত্বের সঙ্গে নিয়েছি। মাকির্ন নেতাদের কাছ থেকে কিছু ইতিবাচক উদ্দীপনা এলেও দেশটি পুরোপুরি ‘রুশফোবিয়ায়’ আক্রান্ত। এ কারণে আমাদের দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কতৃর্ত্বকে হুমকি হিসেবে দেখে। সংবাদসূত্র : রয়টাসর্

জারিফের সঙ্গে বৈঠক

কেরির ওপর প্রচÐ

ক্ষিপ্ত ট্রাম্প

যাযাদি ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করায় সাবেক মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ব্যাপক সমালোচনা করেছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইট বাতার্য় ট্রাম্প বলেন, ‘আমাদের শত্রæ দেশের শাসকদের সঙ্গে অবৈধ বৈঠক করেছেন জন কেরি, যা মাকির্ন জনগণের জন্য আমাদের মহৎ কাজগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।’

কেরি ইরানের সঙ্গে ২০১৫ সালে পারমাণবিক চুক্তির আলোচনা করেছিলেন। ট্রাম্প চলতি বছর চুক্তিটি বাতিল করেন। ট্রাম্প বলেন, জন কেরি তার বই ‘এভরি ডে ইজ এক্সট্রা’ এর প্রচারাভিযানের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে তিন থেকে চারবার বৈঠক করেন। তিনি হোয়াইট হাউস ছাড়ার পর এবং ট্রাম্প হোয়াইট হাউসে ঢোকার

পর এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, বতর্মান মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার পূবর্সূরির সমালোচনা করে বলেছেন, তিনি সরাসরি মাকির্ন নীতিকে খাটো করেছেন। সংবাদসূত্র : এএফপি অনলাইন

কাশ্মিরে বন্দুকযুদ্ধে

পঁাচ জঙ্গি নিহত

যাযাদি ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত গোলযোগপূণর্ কাশ্মিরে শনিবার বন্দুকযুদ্ধে পঁাচ জঙ্গি নিহত হয়েছে। কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে কুলগাম জেলার চোউগাম-কাজিদগাউন্ড গ্রামে এই বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ জানায়, সেখানে জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে সুনিদির্ষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল শনিবার গ্রামটি ঘিরে

ফেললে শুরু হয় বন্দুকযুদ্ধ।

যে বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল, সেটা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে পুলিশ। এখন পযর্ন্ত নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় মোট ১২ জন জঙ্গি কাশ্মিরে নিহত হয়েছে। এ ঘটনার জের ধরে বন্ধ রাখা হয়েছে কাশ্মিরের ট্রেন চলাচল, সঙ্গে ইন্টানেট পরিসেবাও।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে এই অঞ্চলে মোতায়েন করা ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে গেরিলা যুদ্ধ চলছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন

তিন পযর্টককে গুলি করে

হত্যা মেক্সিকোয়

যাযাদি ডেস্ক

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে ‘প্লাজা গ্যারিবল্ডি’র কাছে বন্দুকধারীদের গুলিতে তিন পযর্টক নিহত এবং আরও সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, পযর্টকদের কাছে জনপ্রিয় প্লাজা গ্যারিবল্ডির কাছে একটি সড়ক সংযোগে শুক্রবার

এই হামলা হয়।

রাইফেল ও পিস্তল হাতে কয়েক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। হামলাকারীরা মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘মারিয়াচি’ গানের দলের মতো পোশাক পরে ছিল।

মেক্সিকোয় কয়েক বছর ধরে অপরাধ অনেক বেড়ে গেছে, বিশেষ করে রাজধানীতে। মাদক-সংক্রান্ত কারণে সেখানে বেশিরভাগ অপরাধ হয় বলে জানায় পুলিশ। সংবাদসূত্র : এএফপি অনলাইন

ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে

১০ জনের প্রাণহানি

যাযাদি ডেস্ক

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসি উপক‚লের অদূরে শুক্রবার একটি ফেরিতে আগুন লেগে তা ডুবে গেলে ১০ জনের প্রাণহানি ঘটে। উদ্ধারকমীর্রা ১০টি লাশ ও ১২৬ জন যাত্রীকে উদ্ধার করেছে।

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দক্ষিণ-পূবার্ঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের বাউবাউ শহর থেকে ছেড়ে যাওয়া কেএম ফুংকা পারমাতা ফেরিটি মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের বাঙ্গাই বন্দরের দিকে যাচ্ছিল। ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় দ্বীপ সাগুর অদূরে নৌযানটি ডুবে যায়।

তিনি বলেন, ‘নৌযানটিতে আগুন ধরে যায় এবং শেষ পযর্ন্ত এটি সাগু দ্বীপের অদূরে ডুবে যায়। সংবাদসূত্র : সিনহুয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12749 and publish = 1 order by id desc limit 3' at line 1