মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিখ্যাত টাইম ম্যাগাজিনের মালিকানায় ফের বদল

যাযাদি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যুক্তরাষ্ট্রের মিডিয়া কোম্পানি ‘মেরেডিথ করপোরেশন’র মালিকানায় যাওয়ার আট মাসের মাথায় আবারও হাতবদল হচ্ছে ‘টাইম’ ম্যাগাজিন। সেলসফোসের্র সহ-প্রতিষ্ঠাতা মাকর্ বেনিঅফ এবং তার স্ত্রী লিন ১৯ কোটি ডলারে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সাপ্তাহিকের নতুন মালিক হচ্ছেন। সংবাদসূত্র : বিবিসি

মেরেডিথ করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, বেনিঅফরা টাইম ম্যাগাজিনের দৈনন্দিন কমর্কাÐ বা সাংবাদিকতা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনো ভ‚মিকা রাখবেন না। বেনিঅফ দম্পতি টাইমের মালিকানা কিনছেন ব্যক্তিগতভাবে। এর সঙ্গে সেলসফোসের্র কোনো সম্পকর্ নেই বলে জানিয়েছে মেরেডিথ। এখন সরকারের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এক মাসের মধ্যেই টাইম ম্যাগাজিনের মালিকানা হাতবদলের প্রক্রিয়া শেষ হবে।

ক্লাউড কম্পিউটিং ফামর্ সেলসফোসের্র চেয়ারম্যান মাকর্ বেনিঅফ বলেন, “টাইম ম্যাগাজিন একটি ‘আইকন’। এর মূল শক্তির জায়গাটা হলো গল্প বলার কৌশল। টাইম সেই সব বিষয় নিয়ে কাজ করে, যা সবাইকে যুক্ত করে, সবার ওপর প্রভাব ফেলে।”

ফোবের্সর হিসাবে ৬.৭ বিলিয়ন ডলারের মালিক মাকর্ বেনিঅফ এমন এক সময় প্রকাশনা ব্যবসায় এলেন যখন ‘প্রিন্ট মিডিয়া’ একটি অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিজ্ঞাপন থেকে আয় কমতে থাকায় সাম্প্রতিক সময়ে প্রচার সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হয়েছে টাইম। চলতি বছরের শুরুতে টাইম, পিপল, ফরচুন ও স্পোটর্স ইলাস্ট্রেটেডের মতো বিশ্বখ্যাত ম্যাগাজিনের প্রকাশক টাইম ইনকরপোরেটেডকে ২.৮৪ বিলিয়ন ডলারে কিনে নেয় মেরেডিথ করপোরেশন। সেই হাতবদলের প্রক্রিয়া শেষ হতে না হতেই তারা নামি একটি ম্যাগাজিনের মালিকানা ছেড়ে দিচ্ছে।

টাইমের প্রধান সম্পাদক এডওয়াডর্ ফেলজেনথাল বলেন, ‘এই ম্যাগাজিনের জন্য মাকর্ আর লিনের চেয়ে ভালো আর কে হতে পারবেন ইতিহাসের নতুন অধ্যায় শুরু করার জন্য আমরা মুখিয়ে আছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12979 and publish = 1 order by id desc limit 3' at line 1