শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গলায় ছুরি ধরে রেখেছে যুক্তরাষ্ট্র আলোচনা অসম্ভব :চীন

দুই দেশের বাণিজ্যযুদ্ধ
যাযাদি ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

চীনা পণ্যে ধারাবাহিক শুল্ক আরোপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘গলায় ছুরি ধরে রেখেছে’ বলে মন্তব্য করেছে বেইজিং। তাদের দাবি, এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় অংশগ্রহণ অসম্ভব। চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত ২০ হাজার কোটি ডলারের শুল্ক কাযর্কর হওয়ার একদিন পর মঙ্গলবার চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শোয়েন এসব কথা বলেন। সংবাদসূত্র : আল-জাজিরা, ট্রিবিউন

গত ২২ মাচর্ ৫০ বিলিয়ন ডলার (পঁাচ হাজার কোটি) সমমূল্যের আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপের জন্য একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তার অভিযোগ, চীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেধাসম্পদ চুরি ও স্থানান্তর করছে। জবাবে এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করে চীন। এর আথির্ক পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার। এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরুর উপক্রম হয়। গত মে মাসে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ স্থগিতের ঘোষণা দেয়া হয়। তবে, ১৫ জুন পঁাচ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। জবাবে একই মূল্যের মাকির্ন পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। এরপর নতুন করে ২০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ২৪ সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক কাযর্কর হয়।

সম্প্রতি ট্রাম্প বলেছেন, আরও ২৬৭ বিলিয়ন (২৬ হাজার ৭০০ কোটি) ডলারের পণ্যের ওপর ‘স্বল্প সময়ের নোটিশে’ শুল্ক আরোপ করা হতে পারে। এর ফলে, কাযর্ত, চীনের সব পণ্যের ওপরই শুল্ক আরোপ করা হয়ে যাবে। তবে দীঘর্ মেয়াদে যুক্তরাষ্ট্রের এই শুল্কনীতির বিরুদ্ধে চীন কী ভ‚মিকা গ্রহণ করবে, তা পরিষ্কার নয়।

চীন থেকে যুক্তরাষ্ট্র যে পরিমাণ পণ্য কেনে, সে তুলনায় অনেক কম পরিমাণ পণ্য চীনের কাছে বিক্রি করে তারা। কাজেই খুব বেশি মাকির্ন পণ্যের ওপর শুল্ক আরোপ করার সুযোগও নেই চীনের সামনে। তবে বিশ্লেষকরা ধারণা করছেন, চীন ভিন্ন কৌশল অবলম্বন করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ চালাতে পারে। চীনে অবস্থিত মাকির্ন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করতে পারে তারা। রপ্তানি বাড়াতে কমিয়ে আনতে পারে নিজেদের মুদ্রার মূল্যমানও।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শোয়েন বলেন, চীন আলোচনার ব্যাপারে রাজি আছে, তবে দুই পক্ষকে একে অপরের দিকগুলো সমভাবে ও মযার্দার সঙ্গে বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘এখন যুক্তরাষ্ট্র এ ধরনের বড় বাণিজ্য প্রতিবন্ধকতা আরোপ করেছে, তারা গলায় ছুরি ধরে আছে। এ পরিস্থিতিতে কীভাবে আলোচনা এগিয়ে যেতে পারে?’

গত আগস্টে ওয়াশিংটনে মাকির্ন কমর্কতাের্দর সঙ্গে বৈঠক করেছিলেন ওয়াং। তবে বিশ্বের শীষর্ দুই অথর্নীতির দেশের মধ্যে অনেক মাস ধরে উচ্চপযাের্য়র বৈঠক হয়নি। নতুন করে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের অথর্মন্ত্রী স্টিভেন এমনুচিন চীনা কমর্কতাের্দর আমন্ত্রণ জানিয়েছেন। তবে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপ করার পর এবং আরও শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দেয়ার পরিপ্রেক্ষিতে সেই বৈঠক প্রচেষ্টা ভেস্তে যেতে বসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<14270 and publish = 1 order by id desc limit 3' at line 1