শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাবানল লাগানোয় এক ব্যক্তি গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
নতুনধারা
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বনে আগুন লাগিয়ে দাবানল শুরু করার জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির খরাপীড়িত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকগুলো দাবানলের ঘটনার মধ্যে ওই লোকের লাগানো দাবানলটি অন্যতম।

ওই দাবানলে বহু ঘরবাড়ি পুড়ে গেছে এবং ওই এলাকার কয়েকশ বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে।

সন্দেহজনক নাশকতার ঘটনায় শনিবার ৫২ বছর বয়সী ইয়েস্পা জোয়াগেনসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কলরাডোতে বতর্মানে যে ১০টি দাবানল চলছে, এর মধ্যে সবচেয়ে জোরালো ‘স্প্রিংস ফায়ার’-এর আগুন জোয়াগেনসেনই লাগিয়েছিলেন বলে সন্দেহ পুলিশের, কোস্টিলা কাউন্টি শেরিফ দপ্তরের ফেসবুক পেজে দেয়া তথ্য থেকে এমনটিই জানা গেছে।

জোয়াগেনসেন যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হলে তাকে যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোসের্মন্ট’র হাতে তুলে দেয়া হবে। তবে জোয়াগেনসেন কোন্ দেশের নাগরিক, সেটা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

সংবাদসূত্র : রয়টাসর্

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে