শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেলিকপ্টার দিয়ে কারাগার থেকে চম্পট দুধর্ষর্ ডাকাতের

যাযাদি ডেস্ক
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি কারাগার থেকে হেলিকপ্টারে করে পালিয়েছে এক দুধর্ষর্ ডাকাত। কয়েকজন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ব্যক্তির সহায়তায় রোববার ৪৬ বছরের রেদোইন ফাইদ প্যারিসের দক্ষিণ-পূবের্র এলাকা রিয়াউর কারাগার থেকে পালিয়েছে বলে কমর্কতার্রা জানিয়েছেন। সংবাদসূত্র : বিবিসি, এএফপি

প্যারিসের উত্তর-পূবের্র একটি উপশহর থেকে হেলিকপ্টারটি জব্দ করা হয়েছে। প্যারিসের পুরো অঞ্চলে রেদোইনের খেঁাজে অভিযান চালাচ্ছে পুলিশ।

২০১০ সালের একটি ডাকাতির পরিকল্পনার অভিযোগে একটি আপিল আদালত রেদোইনকে ২৫ বছরের কারাদÐ দেয়। ডাকাতির ওই ঘটনায় এক পুলিশ সদস্য খুন হয়েছিল। মামলার রায় ঘোষণার পরই তিন ব্যক্তির সহযোগিতায় কারাগার থেকে পালিয়ে যান রেদোইন।

ব্যাংক ডাকাতির একটি মামলায় প্যারোলের শতর্ ভাঙায় ২০১১ সালে কারাগারে পাঠানো হয় রেদোইনকে।

রেদোইন ফাইদ এর আগেও একবার জেল থেকে পালিয়েছিলেন। সেটা ছিল ২০১৩ সালের ঘটনা। চারজন কারারক্ষীকে জিম্মি করে এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে এবং একের পর এক দরজা ভেঙে জেল থেকে পালিয়ে গিয়েছিলেন ফাইদ। এর কয়েক সপ্তাহ পর অবশ্য একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে