শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
১২ ফুট পযর্ন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে

প্রবল শক্তি সঞ্চয় করে ফ্লোরিডার পথে ‘দানবিক’ মাইকেল

যাযাদি ডেস্ক
  ১১ অক্টোবর ২০১৮, ০০:০০

ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে, প্রবল শক্তি সঞ্চয় করে তিন মাত্রার হারিকেনে পরিণত হওয়া ‘মাইকেল’ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপক‚লের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস)। স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) হারিকেনটি ফ্লোরিডা উপক‚লে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। এর কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বিপুলসংখ্যক বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। ফ্লোরিডার গভনর্র রিক স্কট ঝুঁকিপূণর্ এলাকাগুলোর বাসিন্দাদের সতকর্ করে দ্রæত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছেন। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্

মধ্য আমেরিকায় তাÐব চালিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাওয়া মাইকেলের কারণে এরই মধ্যে ফ্লোরিডা, আলাবামা ও জজির্য়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফ্লোরিডার তিন লাখ ৭০ হাজারের বেশি লোককে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে সরে যাওয়ার নিদের্শ দেয়া হয়েছে। স্কুল ও অঙ্গরাজ্যের বিভিন্ন কাযার্লয়ও বন্ধ রাখা হয়েছে। চলতি সপ্তাহে মধ্য আমেরিকায় আঘাত হানা এই ঘূণির্ঝড়টিতে হন্ডুরাস, নিকারাগুয়া, এল সালভাদর এবং কোস্টারিকায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

মাইকেলকে ‘দানবিক ঝড়’ অ্যাখ্যা দিয়ে কমর্কতাের্দর নিদের্শ শুনতে উপক‚লীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন গভনর্র স্কট। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভয়াবহ এই ঝড় রাজ্যের একাংশকে একেবারেই তছনছ করে দিতে পারে, বিশেষ করে প্যানহ্যান্ডেল এলাকাটিকে। এটি ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে কয়েক দশকের মধ্যে আঘাত হানতে যাওয়া সবচেয়ে ভয়াবহ ঝড় হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পানির যে প্রাচীর আসছে, এতে কেউই বঁাচতে পারবেন না। সবাইকে সতকর্ করে বলেন স্কট। ঝড় মোকাবেলায় ন্যাশনাল গাডের্র আড়াই হাজার সদস্যকে মোতায়েন করার কথা আগের দিনই জানিয়েছিলেন ফ্লোরিডার গভনর্র।

মাইকেলের কারণে যুক্তরাষ্ট্রের উপক‚ল রেখা বরাবর ৩০০ মাইলের বেশি এলাকা ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর এনএইচএস। হারিকেনটির প্রভাবে যুক্তরাষ্ট্রের কিছু কিছু এলাকায় ১২ ইঞ্চি বৃষ্টি হতে পারে, ১২ ফুট পযর্ন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলেও আবহাওয়া পূবার্ভাসে ধারণা দেয়া হয়েছে। সবের্শষ আবহাওয়া বুলেটিনে এনএইচএস জানায়, মঙ্গলবার রাত ও বুধবারের মধ্যেই ঝড়টি আরও শক্তিশালী হতে পারে। ফ্লোরিডার প্যানহ্যান্ডেল কিংবা বিগ বেন্ড এলাকায় যখন মাইকেল আঘাত হানবে, তখন সেটি চার মাত্রার কাছাকাছি শক্তির হবে বলে পূবার্ভাসে সতকর্ করা হচ্ছে। ভ‚মিতে আঘাত হানার পর এটি দুবর্ল হয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূবার্ঞ্চলের ওপর দিয়ে অগ্রসর হতে পারে।

ফ্লোরিডা ও আলাবামায় তীব্র বাতাস, তাৎক্ষণিক বন্যা ও একের পর এক ঢেউ আঘাত হানতে পারে বলেও বাসিন্দাদের সতকর্ করেছে আবহাওয়া দপ্তর। আলাবামায় টনেের্ডাও আঘাত হানতে পারে বলে ধারণা কমর্কতাের্দর। গত মাসে হারিকেন ‘ফ্লোরেন্সে’ ভেসে যাওয়া ক্যারোলিনাতেও মাইকেল তুমুল বৃষ্টি নিয়ে আসতে পারে বলে সতকর্ করা হয়েছে। নথর্ ক্যারোলিনার গভনর্র রয় কুপার বলেন, ‘আমি জানি লোকজন এখনো ফ্লোরেন্সের অবসন্নতাই কাটাতে পারেনি। কিন্তু এই ঝড়টি যেন বিনা প্রস্তুতিতে আপনাকে ধরে ফেলতে না পারে।’

ঝড়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তুতির ব্যাপারে আশ্বস্ত করেছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আসন্ন হারিকেনের ব্যাপারে আমরা বেশ ভালোভাবেই প্রস্তুত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<16897 and publish = 1 order by id desc limit 3' at line 1