শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি জোটের ফের বিমান হামলা

১৬ বেসামরিক ইয়েমেনি নিহত
যাযাদি ডেস্ক
  ২৬ অক্টোবর ২০১৮, ০০:০০

ইয়েমেনে একটি সবজি প্যাকেটজাতকরণ কারখানায় সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন মেডিকেলকমীর্ ও স্থানীয় বাসিন্দারা। বুধবার দেশটির হোদেইদাহ প্রদেশে এই হামলাটি হয়। হামলায় আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বায়াত আল-ফাকিহ শহরের মেডিকেলকমীর্ ও বাসিন্দারা। বায়াত আল-ফাকিহ হোদেইদাহ শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে। সংবাদসূত্র : রয়টাসর্

বিমান থেকে ফেলা বোমাগুলো শহরের আল-মাসৌদি এলাকায় একটি সবজি প্যাকেটজাতকরণ কারখানায় আঘাত হানে এবং হতাহতরা সবাই ওই কারখানার কমীর্ বলে জানিয়েছেন তারা। হুতিদের গণমাধ্যমের প্রতিবেদনে এই হামলায় ১৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব সামরিক জোট ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। এরপর থেকে তারা ইয়েমেনের ইরান ঘেঁষা বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে। এসব হামলায় প্রায়ই বেসামরিকদের প্রাণহানি হলেও এগুলো ইচ্ছাকৃতভাবে করা নয় বলে দাবি করে আসছে সৌদি সামরিক জোট।

সৌদি জোটের মুখপাত্র কনের্ল তুকির্ আল-মালকি জানিয়েছেন, বায়াত আল-ফাকিহের ঘটনাটি তদন্ত করে দেখছেন তারা। তিনি বলেন, ‘এই প্রতিবেদনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা। এ ধরনের প্রতিবেদনগুলো আন্তজাির্তকভাবে স্বীকৃত, স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে পূণর্ তদন্ত করে দেখা হবে। প্রক্রিয়াটি চলতে থাকায় আর কিছু বলা ঠিক হবে না।’

জোটটি কখনো কখনো ‘ভুল’ স্বীকার করে যারা বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে, তাদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রæতিও দিয়ে আসছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হোদেইদাহের দক্ষিণাংশের শহরতলীতে দুইপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। হোদেইদাহ একটি বন্দর শহর। ইয়েমেনের সৌদিপন্থি সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে শহরটির দখল নিতে চেষ্টা করছে।

হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তজাির্তকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদিকে ক্ষমতা থেকে হটিয়ে রাজধানী সানা দখল করে নেয়ার পর এই গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি জোট। এরপর থেকে এই যুদ্ধে এ পযর্ন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধের কারণে আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র এই দেশটি ভয়াবহ দুভিের্ক্ষর দিকে এগিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<19367 and publish = 1 order by id desc limit 3' at line 1