বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান খাশোগির বাগদত্তার

খাশোগি হত্যাকারীদের বিচার সৌদিতে হবে : রিয়াদ এই হত্যাকাÐ আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করেছে : যুক্তরাষ্ট্র
যাযাদি ডেস্ক
  ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০
খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস

সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক হত্যার শিকার সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, খাশোগি হত্যাকাÐের রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে ট্রাম্প মোটেই আন্তরিক নন এবং এ কারণে তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তিনি। শুক্রবার তুরস্কের টেলিভিশন চ্যানেল ‘টাকির্শ টিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্, আল-জাজিরা

হাতিস জানিয়েছেন, মাকির্ন জনমতকে প্রভাবিত করার লক্ষ্যে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি মনে করছেন। তার সঙ্গে বিয়ের জন্যই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন জামাল খাশোগি। সেখানেই তিনি হত্যার শিকার হন। প্রথমে অস্বীকার করলেও শেষ পযর্ন্ত আন্তজাির্তক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে খুন করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ‘ফক্স নিউজ’কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, এ ঘটনা ছিল একটি ‘ভয়ানক ভুল’। অবশ্য তুরস্কের তদন্তকারী কমর্কতার্রা দাবি করছেন, সৌদি যুবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহযোগী এই হত্যাকােেÐ জড়িত। কিন্তু মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করছেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান (এমবিএস) ‘হয়তো’ এই হত্যাকাÐের বিষয়ে কিছুই জানতেন না।

হাতিস চেঙ্গিস শুক্রবার সাক্ষাৎকারে অশ্রæসজল নয়নে বলেন, সৌদি সরকার খাশোগিকে হত্যার পরিকল্পনা করেছে বলে সামান্যতম ধারণা পেলেও তিনি তাকে ওই কনস্যুলেটে যেতে দিতেন না। তিনি বলেন, ‘শীষর্পযার্য় থেকে শুরু করে নিম্নপযার্য় পযর্ন্ত যারাই এ পাশবিক হত্যাকাÐে জড়িত রয়েছে, তাদের সবার বিচার করে শাস্তির দাবি জানাচ্ছি আমি।’ সৌদি আরবের পক্ষ থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে হাতিস নিজেই ওয়াশিংটন সফরের ইচ্ছা পোষণ করেছিলেন। গত সপ্তাহে বলেছিলেন, ট্রাম্প ‘ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে আদতে সেদিন কী ঘটেছিল, তা উন্মোচনের প্রচেষ্টায় যদি সামিল হন’ তাহলে তিনি হোয়াইট হাউস পরিদশের্ন যাবেন। তবে শুক্রবারের সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন খাশোগি হত্যাকাÐের বিরুদ্ধে সত্যিকারের পদক্ষেপ নিলেই কেবল তিনি হোয়াইট হা?উসে যেতে রাজি আছেন।

খাশোগি হত্যাকারীদের বিচার

সৌদিতে হবে : রিয়াদ

এদিকে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেছেন, সৌদির মাটিতেই সাংবাদিক খাশোগি হত্যাকারীদের বিচার হবে। তুরস্ক খাশোগি হত্যায় সন্দেহভাজন ১৮ জনকে প্রত্যপের্ণর দাবি জানানোর একদিন পর শনিবার রিয়াদ এ কথা জানিয়েছে।

জুবেইর বলেন, ‘প্রত্যপের্ণর ইস্যুটির ক্ষেত্রে ওই ব্যক্তিরা সৌদি নাগরিক। তারা সৌদি আরবে আটক আছে, তদন্ত সৌদি আরবে হচ্ছে এবং তাদের বিচার সৌদি আরবেই হবে।’ তিনি এই সময় বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পকর্ লৌহবমর্ দিয়ে সুরক্ষিত। খাশোগি হত্যাকাÐে সৌদি সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পকের্ টানাপড়েনের যে খবর বের হয়েছিল, তাকে ‘গণমাধ্যমের হিস্টিরিয়া’ বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির প্রশংসা করে সৌদি মন্ত্রী বলেন, মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত, যা আরব উপসাগরীয় দেশগুলো সমথর্ন করতে পারে।

এই হত্যাকাÐ আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করেছে : যুক্তরাষ্ট্র

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাÐ আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করেছে বলে মন্তব্য করেছেন মাকির্ন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এই খুনের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র আরও পদক্ষেপ নিতে পারে বলেও সতকর্ করে দিয়েছেন তিনি। শনিবার বাহরাইনের রাজধানী মানামায় এক নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের কমর্কতাের্দর সামনে দেয়া বক্তব্যে নিজ দেশের এই অবস্থানের কথা জানান তিনি।

ম্যাটিস তার বক্তব্যে হত্যাকাÐের ঘটনায় সরাসরি রিয়াদের নাম উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এরই মধ্যে কিছু সৌদি ভিসা বাতিল করেছেন। এর বাইরেও আরও বাড়তি পদক্ষেপ নেয়া হবে।

মাকির্ন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘শান্তি ও মানবাধিকারের প্রতি আমাদের সমন্বিত শ্রদ্ধাবোধের ফলে ক‚টনৈতিক স্থানে জামাল খাশোগির হত্যাকাÐে অবশ্যই আমাদের সবাইকে উদ্বেগ প্রকাশ করতে হবে। তবে সৌদি জনগণের প্রতি আমাদের শ্রদ্ধাবোধের কোনো কমতি ঘটেনি। কিন্তু এই শ্রদ্ধাবোধের সঙ্গে ‘স্বচ্ছতা ও বিশ্বাস’ আবশ্যক। মধ্যপ্রাচ্যে রাশিয়া যুক্তরাষ্ট্রের স্থান দখলে নিতে পারবে না বলেও সতকর্ করে দেন ম্যাটিস। তিনি বলেন, মস্কোর অপরিহাযর্ নৈতিকতার অভাব রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<19708 and publish = 1 order by id desc limit 3' at line 1