শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে পদার্ উঠল বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কযের্র

যাযাদি ডেস্ক
  ০১ নভেম্বর ২০১৮, ০০:০০
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লবভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে গুজরাটের নমর্দা নদীর কোলঘেঁষে নিমির্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কযর্ ‘স্ট্যাচু অব ইউনিটি’ বুধবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করার পর কিছু সময় তাকে ভাস্কযের্র পাশে দঁাড়িয়ে থাকতে দেখা যায় Ñআউটলুক ইনডিয়া

বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কযর্ ‘স্ট্যাচু অব ইউনিটি’ উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২,৯৯০ কোটি রুপি ব্যয়ে ১৮২ মিটার (৫৯৭ ফুট) উচ্চতার ব্রোঞ্জের প্রলেপে মোড়ানো ভাস্কযির্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা সদার্র বল্লভভাই প্যাটেলের স্মরণে নিমির্ত হয়েছে। গুজরাটের নমর্দা নদীর তীরে এই ‘স্ট্যাচু অব ইউনিটি’ অসংখ্য পযর্টককে আকৃষ্ট করবে বলে নরেন্দ্র মোদি আশাবাদ ব্যক্ত করলেও স্থানীয়রা একে ‘জনগণের টাকার অপচয়’ হিসেবে দেখছেন বলে জানা যায়। সংবাদসূত্র: বিবিসি নিউজ

যে পরিমাণ অথর্ খরচ করে বল্লভভাই প্যাটেলের এই ভাস্কযর্ নিমির্ত হয়েছে, সেটা আরও ভালো কাজে ব্যবহার করা যেত, বলছেন সাধারণ গুজরাটিরা। জঁাকজমকপূণর্ উদ্বোধনী অনুষ্ঠানে ভাস্কযির্ট উন্মোচন করার পর মোদি এই ‘স্ট্যাচু অব ইউনিটি’কে ভারতের অখÐতা ও দৃঢ়প্রতিজ্ঞার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন।

বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে ভারতীয় ভাস্কর রাম ভি সুতারের বানানো এই ভাস্কযির্টর উদ্বোধন হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। ‘একতার ভাস্কযের্র’ নিমার্ণ ঘিরে অসন্তোষ, বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে উদ্বোধনের আগেই গুজরাটজুড়ে কয়েক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

মঙ্গলবারও ১৮২ মিটার দীঘর্ এই ভাস্কযর্ নিমাের্ণর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয়েছে। পুলিশ ওই বিক্ষোভ থেকে কৃষক ও আদিবাসী আন্দোলনের বেশ কয়েকজন কমীের্ক আটক করে।

স্মারক এই ভাস্কযর্ নিমার্ণসহ বেশ কয়েকটি প্রকল্পে সরকারের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেয়ে কয়েক বছর ধরে হওয়া বেশিরভাগ কৃষক বিক্ষোভেরই মিলনস্থল ছিল ‘স্ট্যাচু অব ইউনিটি’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20352 and publish = 1 order by id desc limit 3' at line 1