বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

বাণিজ্য সংঘাত

ট্রাম্প-জিনপিংয়ের কথা

ফোনে, নজরে জি-২০

যাযাদি ডেস্ক

মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি দুই বৃহৎ অথর্নীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সংঘাত নিয়ে দেশটির নেতা শি জিনপিংয়ের সঙ্গে ‘অত্যন্ত আন্তরিক’ আলোচনা করেছেন। তারা চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের পরিকল্পনা নিয়েও

কথা বলেছেন।

ক্ষমতাধর এই দুই নেতা এমন এক সময় ফোনালাপ করলেন, যখন বিশ্বের বৃহত্তম অথর্নীতির দেশ দুটির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা

ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

ট্রাম্প টুইটারে দেয়া এক বাতার্য় বলেন, ‘আমি সবেমাত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীঘর্ক্ষণ ধরে অত্যন্ত আন্তরিক পরিবেশে কথা বললাম। আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে কথা হলেও আমরা বাণিজ্যের বিষয়টির ওপর বেশি জোর দিয়েছি।’

মাকির্ন প্রেসিডেন্ট বলেন, বাণিজ্য আলোচনা সুন্দরভাবে এগিয়েছে। এ সময় তারা বুয়েন্স আয়াসের্ জি-২০ সমেম্মলনের ‘আলোচ্যসূচি’ নিয়েও কথা বলেন।

এদিকে, চীনের সরকারি বাতার্ সংস্থা ‘সিনহুয়া’ জানায়, জিনপিং বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে আবারো কথা বলতে এবং তার সঙ্গে ভালো সম্পকর্ বজায় রাখতে পেরে অত্যন্ত আনন্দিত।

চীনের প্রেসিডেন্ট বলেন, তিনি জি-২০ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। বাণিজ্য বিষয়ে মতবিরোধ উভয় দেশের শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ব বাণিজ্যের ওপর ‘বিরূপ প্রভাব’ ফেলেছে এমন কথাও জিনপিং বলেছেন। তার মতে, বাণিজ্যের ক্ষেত্রে চীন এমনটা দেখতে চায় না।’ সংবাদসূত্র : এএফপি অনলাইন

মূল্যছাড় নিয়ে তকর্

দুই বিক্রয়কমীের্ক গুলি

করে হত্যা ভারতে

যাযাদি ডেস্ক

মূল্যছাড় দিতে বাদানুবাদের জেরে ভারতে এক ব্যক্তি দুই বিক্রয়কমীের্ক গুলি করে হত্যা করেছে। বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বারানসি শহরের একটি মাকেের্ট এ ঘটনা ঘটেছে। ‘জেএইচভি মল’ নামের ওই মাকেের্টর এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

জানা গেছে, মাকের্টটির এক কাপড়ের দোকানে মূল্য ছাড় না দেয়া নিয়ে দুই ক্রেতার সঙ্গে এক বিক্রয়কমীর্র তকার্তকির্ শুরু হয়। তকার্তকির্ বাদানুবাদে পরিণত হলে ক্রেতাদের একজন গুলি করে দুই বিক্রয়কমীের্ক হত্যা ও অপর দুজনকে আহত করে।

নিহতদের সুনীল ও গোপী বলে শনাক্ত করেছে পুলিশ। আহত গোলু ও বিশালকে হাসপাতালে ভতির্ করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

বেচাবিক্রির জমজমাট সময়ে গুলির এই ঘটনায় মাকের্টজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে দোকানটি সিল করে দেয় ও ওই মাকেির্ট থেকে সবাইকে সরিয়ে দেয়। সংবাদসূত্র : এনডিটিভি

সিরিয়ায় গণকবরে দেড়

হাজারেরও বেশি লাশ

যাযাদি ডেস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে নতুন আবিষ্কৃত গণকবরে দেড় হাজারের বেশি বেসামরিক লোকের লাশের সন্ধান পাওয়া গেছে। সরকারপন্থি ‘আল-ওয়াতান’ পত্রিকা বুধবার এ খবর জানিয়েছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, এসব লাশ বেসামরিক নাগরিকের যারা রাকায় মাকির্ন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছে।

পত্রিকাটি আরও লিখেছে, রাকার বিভিন্ন গণকবর থেকে চার হাজার বেসামরিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই নতুন লাশ পাওয়া যাচ্ছে।

রাকা ২০১৭ সালে ইসলামী জঙ্গি সংগঠন আইএসের রাজধানী ছিল। রাকা দখলে নিতে মাকির্ন নেতৃত্বাধীন বাহিনী কুদির্ সমথির্ত সিরিয়ান ডেমোক্রেটিক ফোসের্সকে (এসডিএফ)। সংবাদসূত্র : এএফপি অনলাইন

যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক চেয়ারে

বসিয়ে মৃত্যুদÐ কাযর্কর

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেনেসিতে জোড়া খুনের মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তির মৃত্যুদÐ বৃহস্পতিবার কাযর্কর করা হয়েছে। বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে তার মৃত্যুদÐ কাযর্কর করা হয়। দÐ কাযর্করে খুব কম ক্ষেত্রেই এ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। মৃত্যু কাযর্করের ক্ষেত্রে দেশটিতে অধিকাংশ ক্ষেত্রে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করা হয়।

৬৩ বছর বয়সী ইডমুন্ড জাগোস্কির্ বিগত পঁাচ বছরের মধ্যে প্রথম মাকির্ন সাজাপ্রাপ্ত ব্যক্তি, যার মৃত্যুদÐ বৈদ্যুতিক শক দিয়ে কাযর্কর করা হলো।

মাদক বিক্রির প্রলোভন দেখিয়ে ১৯৮৩ সালে দুই ব্যক্তিকে বনের মধ্যে ডেকে নিয়ে হত্যা করার দায়ে জাগোস্কিের্ক এ মৃত্যুদÐ দেয়া হয়। ওই হত্যাকাÐের দুই সপ্তাহ পর তাদের লাশ উদ্ধার করা হয়। সেখানে তাদের দু’জনকে গুলি করার পর গলা কেটে হত্যা করা হয়।

মৃত্যুদÐ কাযর্করের একটি পদ্ধতি হিসেবে যুক্তরাষ্ট্রে এখন শুধু ৯টি রাজ্যে বৈদ্যুতিক চেয়ার ব্যবহারের রীতি চালু রয়েছে। এই ৯টি রাজ্যের একটি টেনেসি। সংবাদসূত্র : এএফপি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20619 and publish = 1 order by id desc limit 3' at line 1