বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বøাসফেমি আইনে খ্রিস্টান নারীর মুক্তি

কট্টরপন্থিদের সঙ্গে চুক্তিতে বাধ্য হলো পাকিস্তান সরকার

চুক্তিতে যা আছে আসিয়ার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা, সুপ্রিম কোটের্র রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল ও বিক্ষোভকারীদের মুক্তি পালিয়েছেন আসিয়ার আইনজীবী
যাযাদি ডেস্ক
  ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০
আসিয়ার ফঁাসি চেয়ে কটরপন্থিদের বিক্ষোভ

পাকিস্তানে ধমর্ অবমাননার অভিযোগে মৃত্যুদÐ পাওয়া খ্রিস্টান নারী আসিয়া নুরিনের আপিলের পরিপ্রেক্ষিতে তাকে খালাস দেয়া সুপ্রিম কোটের্র রায়ের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে শেষ পযর্ন্ত চুক্তি করেছে দেশটির সরকার। কট্টরপন্থি তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) সঙ্গে সরকারের চুক্তির পর আন্দোলনকারীরা তাদের কমর্সূচি প্রত্যাহার করেছে। অবশ্য গত শুক্রবার দেশটির সেনাবাহিনীও বিক্ষোভকারীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে। এরপরই সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের চুক্তি হয়। এদিকে, উগ্রপন্থিদের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আসিয়ার আইনজীবী। সংবাদসূত্র : বিবিসি

চুক্তিতে মুক্তি পাওয়া আসিয়ার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ, সুপ্রিম কোটের্র রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল এবং খালাসের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ থেকে আটককৃতদের মুক্তির বিষয়টি মেনে নিয়েছে সরকার। এর বদলে টিএলপি বিক্ষোভ বন্ধ করবে এবং সমথর্কদের রাস্তা থেকে সরিয়ে নেবে। মুক্তি পাওয়ার পর আসিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে চলে যেতে পারেÑ এমন ইঙ্গিতের মধ্যেই টিএলপি ও সরকারের মধ্যে চুক্তিটি হয়।

কট্টরপন্থি দল তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) সঙ্গে ইমরান খান সরকারের চুক্তির পর আন্দোলনকারীরা আটকে রাখা সড়কগুলো ছেড়ে দিয়েছে। আসিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে এই দলটিই সবার্ত্মক বিক্ষোভের ডাক দিয়েছিল। তারা ইসলামাবাদ, করাচি ও লাহোরের গুরুত্বপূণর্ অনেকগুলো রাস্তা অবরোধ করে। টিএলপির সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ আফজাল কাদরি পাকিস্তান সুপ্রিম কোটের্র প্রধান বিচারপতি সাকিব নিসার ও রায় বাতিল করা বেঞ্চের অপর দুই বিচারককে হত্যার আহŸান জানান। তার ভাষ্য, ‘তাদের তিনজনকেই হত্যা করা উচিত। হয় নিরাপত্তারক্ষী, না হয় গাড়িচালক আর না হয় বাবুচির্র উচিত তাদের হত্যা করা।’ মোহাম্মদ আফজাল কাদরি পাকিস্তান সরকার ও সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়াকে উৎখাতেরও আহŸান জানিয়েছিলেন দেশটির সেনা কমর্কতাের্দর প্রতি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘আমাদের দুটি পথ আছে; শক্তি প্রয়োগ কিংবা মধ্যস্থতা। শক্তি প্রয়োগে প্রাণহানি হবে, একটি রাষ্ট্রে এমনটা করা উচিত নয়। আমরা মধ্যস্থতার চেষ্টা করেছি এবং এ ক্ষেত্রে আপনাকে কিছু পেতে হলে কিছু ছাড় দিতেই হবে।’ সরকার এই চুক্তির মাধ্যমে উগ্রবাদীদের দাবির মুখে মাথানত করেছেÑ এই অভিযোগ অস্বীকার করে ফাওয়াদ বলেন, ‘উগ্রবাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। এ ধরনের সহিংস বিক্ষোভের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে এবং আমাদের স্থায়ী সমাধানে আসতে হবে। এই মুহ‚তের্ এটা নিরাময় করা যাচ্ছে না। এখন আমরা যা করছি, তা হলো আগুনে পানি ঢালা। কিন্তু নিরাময় করতেই হবে এবং আমাদের সরকার এটা করতে প্রতিশ্রæতিবদ্ধ।’

২০০৯ সালে ফল তোলার সময় কথা কাটাকাটির একপযাের্য় আসিয়া বিবি বালতিতে থাকা পানি গøাসে করে খাওয়ায় পানি অপবিত্র হয়ে গেছে বলে দাবি করেছিল সেখানে থাকা অন্য নারীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপযাের্য় আসিয়া হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেছিলেন বলে দাবি করা হয়। ওই ঘটনায় ২০১০ সালে নিম্ন আদালত বøাসফেমি আইনে প্রথম নারী হিসেবে আসিয়ার মৃত্যুদÐ দেয়। আসিয়া অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা ধমর্ অবমাননার অভিযোগ অস্বীকার করে আসছেন। কথা কাটাকাটি হলেও মুসলমানদের নবীর বিরুদ্ধে কোনো ধরনের খারাপ কথা বলেননি বলেও দাবি তার। এর পরিপ্রেক্ষিতে তিনি উচ্চ আদালতে আপিল করেন। গত বুধবার দেশটির সুপ্রিম কোটর্ আপিল আবেদন গ্রহণ করে আসিয়াকে খালাস দেয়।

উল্লেখ্য, দেশটির রাষ্ট্রধমর্ ইসলাম হওয়ায় বিভিন্ন আইনেও এর প্রভাব বিদ্যমান। এরই একটি এই বøাসফেমি আইন। যদিও এটি মূলত ব্যক্তিগত রেষারেষির প্রতিশোধ নেয়ার ক্ষেত্রেই সংখ্যালঘুদের ওপর ব্যবহৃত হয়, আহমাদিয়া এবং খ্রিস্টানরাই এর কোপে পড়ে বলে দাবি সমালোচকদের। আসিয়া নুরিনের (আসিয়া বিবি নামেই যিনি পরবতীর্ সময় পরিচিত হন) ঘটনাও অনেকটা তেমনই।

এরপরই বিক্ষোভ শুরু করে জনজীবন অচল করে দেয় কট্টরপন্থি ধমীর্য় সংগঠনগুলো, যার সমালোচনা আসে চলতি বছরই প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের কাছ থেকেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20816 and publish = 1 order by id desc limit 3' at line 1