বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০

ইউক্রেন

এসিড হামলায় আহত

সেই নারীর মৃত্যু

যাযাদি ডেস্ক

এসিড হামলায় আহত হওয়ার তিন মাস পর মারা গেলেন ইউক্রেনের দুনীির্তবিরোধী আন্দোলনকারী কাতারিনা হানজুক। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে গত ৩১ জুলাই হানজুকের ওপর এসিড হামলা হয়। এতে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায় এবং একটি চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

খেরসন সিটি কাউন্সিলের সদস্য হানজুককে রাজধানী কিয়েভের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। গত তিন মাসে ১১ বার অস্ত্রোপচার করা সত্তে¡ও

রোববার তার মৃত্যু হয়।

তার মৃত্যুর সুনিদির্ষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে একটি ‘বøাড ক্লটের’

কথা বলা হয়েছে।

রাশিয়া সমথির্ত বিচ্ছিন্নতাবাদ-বিরোধী এই আন্দোলনকারী সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দেশজুড়ে ছড়িয়ে পড়া ব্যাপক দুনীির্তর বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনীয়দের প্রতি

আহŸান জানিয়েছিলেন।

তার মৃত্যুর পর ইউক্রেনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া আসছে।

সংবাদসূত্র : বিবিসি

বাবার লাশ চেয়েছেন

খাশোগির ছেলেরা

যাযাদি ডেস্ক

সাংবাদিক জামাল খাশোগির ছেলেরা সৌদি আরবের কাছে তাদের বাবার লাশ ফেরত চেয়েছেন। রোববার ‘সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে তারা একথা জানান। পরিবারের সদস্যরা যেন যথাযথ ধমীর্য় বিধান অনুযায়ী খাশোগির মরদেহ সমাহিত করতে পারেন, সেজন্য

তারা এ আবেদন করেছেন।

তুরস্কের দাবি, গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর খাশোগিকে হত্যা করা হয়। শুধু তাই নয়, তার মৃতদেহ কেটে টুকরা টুকরো করে

অ্যাসিডে বিলীন করা হয়।

খাসোগির ছেলে আবদুল্লাহ বলেন, ‘আমি আশা করি যেভাবেই আমার বাবাকে হত্যা করা হোক, তার মৃত্যুটা যন্ত্রণাদায়ক হয়নি। কষ্ট না দিয়ে দ্রæততার সঙ্গেই তাকে হত্যা করা হয়েছে। তিনি

খুব একটা কষ্ট না পেয়ে

শান্তিপূণর্ভাবেই মারা গেছেন।’

আবদুল্লাহ’র ভাই সালাহ বলেন, ‘আমরা এখন মদিনার আল-বাকি কবরস্থানে আমার বাবার পরিবারের অন্য সদস্যদের কবরের পাশে তাকে সমাহিত করতে চাই।’

তিনি বলেন, ‘আমি সৌদি কতৃর্পক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করি, খুব শিগগিরই তার লাশ হস্তান্তর করা হবে।’ সংবাদসূত্র : এএফপি অনলাইন

ভারতের কেরালা

খুলেছে শবরীমালা মন্দির

হাঙ্গামার আশঙ্কা

যাযাদি ডেস্ক

হিন্দু সম্প্রদায়ের পূজার জন্য আবারও খুলে দেয়া হলো ভারতের কেরালার শবরীমালা মন্দির। তবে হাঙ্গামার আশঙ্কায় মন্দিরের চত্বরে মোতায়েন করা হয়েছে কমপক্ষে ২৩০০ পুলিশ।

গত মাসে দেশটির সুপ্রিম কোটের্র রায়ের পরও ১০-৫০ বছরের নারী ঢুকতে পারেনি মন্দিরে। দেশটির কয়েকটি উগ্রবাদি হিন্দু সংগঠন নারীভক্তদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। গত রোববার একটি সংগঠন মন্দিরের চত্বরে নারী সাংবাদিকরাও আসতে পারবেন না বলে জানায়।

তাই সব দিক বিবেচনা করে দেশটির নিরাপত্তা বাহিনী ২৩০০ পুলিশ, কমান্ডো বাহিনী মন্দিরের আশপাশে মোতায়েন করেছে। সেই সঙ্গে মন্দির-সংলগ্ন এলাকায় ৭২ ঘণ্টার জন্য

১৪৪ ধারা জারি করা হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর ঊধ্বর্তন এক কমর্কতার্ জানান, স্থানীয় সময় বিকাল ৫টায় ভক্তদের জন্য মন্দির খুলে দেয়া হয়েছে। আজ হবে বিশেষ পূজা। সংবাদসূত্র : এনডিটিভি, জি-নিউজ

মেক্সিকোর মাদকসম্রাটের

বিচার শুরু যুক্তরাষ্ট্রে

যাযাদি ডেস্ক

মেক্সিকোর মাদক সম্রাট ‘এল চাপো’র বিচার যুক্তরাষ্ট্রের নিউইয়কের্র একটি আদালতে সোমবার থেকে শুরু হয়েছে। জোকুইন আচির্ভালদো গুজম্যান লোরা ওরফে এল চাপো’র বিরুদ্ধে ১৭টি অভিযোগ আনা হয়েছে। এসবের মধ্যে হত্যার ষড়যন্ত্র, মাদক পাচার এবং মানি লন্ডারিংয়ের মতো অভিযোগ রয়েছে।

ব্রæকলিন ফেডারেল কোটের্ চার মাসেরও বেশি সময় ধরে তার বিচারকাজ

চলবে বলে ধারণা করা হচ্ছে।

১৯৮৯-২০১৪ সাল পযর্ন্ত হাজার হাজার সদস্য নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও সংগঠিত মাদক পাচারচক্র সিনালোয়া কাটেের্লর নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাকির্ন প্রসিকিউটরদের অভিযোগ, ওই সময় চক্রটি যুক্তরাষ্ট্রে অন্তত এক লাখ ৫৪ হাজার ৬২৬ কেজি কোকেইন পাচার করেছিল। একই সময় সিনালোয়া কাটেের্লর মাধ্যমে দেশটিতে ১৪ বিলিয়ন ডলারের হেরোইন, মেথামফেটামিন ও গঁাজা পাচার করেছিল চক্রটি।

এল চাপোর দাবি, বিচারে তাকে অপরাধী সাব্যস্ত করা যাবে না। তবে মাকির্ন কতৃর্পক্ষ তার বিচারের জন্য প্রয়োজনীয় নানা তথ্যপ্রমাণ হাজির করেছে। সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21121 and publish = 1 order by id desc limit 3' at line 1