শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

ফিলিস্তিনিদের মৃত্যুদÐ

আইনে অনুমোদন

যাযাদি ডেস্ক

ফিলিস্তিনিদের মৃত্যুদÐের একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার তিনি খসড়ায় অনুমোদন দেন। বিলটি এখন পালাের্মন্টে পাস করানো হবে। এর ফলে ইসরাইলি সেনা বা বেসামরিক নাগরিকদের হত্যার ক্ষেত্রে ফিলিস্তিনিদের মৃত্যুদÐ দেয়া সহজ হবে।

ইসরাইলি আইনে মৃত্যুদÐের বিধান থাকলেও ১৯৬২ সালের পর কোনো মৃত্যুদÐ কাযর্কর হয়নি।

খসড়ায় বিরোধীদের পরামশর্ প্রত্যাখ্যান করা হয়েছে। এই আইনের ফলে মৃত্যুদÐ দেয়া সহজ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আইনে মৃত্যুদÐ দেয়ার ক্ষেত্রে বেসামরিক ও সামরিক আদালতের যৌথ সম্মতির বিষয়টিও

বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধীদের উদ্দেশে বলেছেন, খসড়া প্রস্তাবে পরিবতের্নর কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকেও বিলটি বন্ধ করা ঠিক হবে না। গত জানুয়ারি থেকে বিলটি স্থগিত ছিল। এখন সেটি পালাের্মন্টের নিম্মকক্ষ ‘নেসেটে’ পাস করানোর উদ্যোগ নেয়া হবে। সংবাদসূত্র : এএফপি অনলাইন

গুজরাটের আহমেদাবাদের

নাম কণার্বতী হচ্ছে!

যাযাদি ডেস্ক

ভারতে উত্তরপ্রদেশে ফয়জাবাদের নাম বদলে অযোধ্যা রাখার কয়েক ঘণ্টা পরই আহমেদাবাদের নাম বদলাতে উদ্যোগী হয়েছে গুজরাট সরকার। কোনো আইনি বাধা না থাকলে খুব শিগগিরই আহমেদাবাদের নাম বদলে ‘কণার্বতী’ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। আহমেদাবাদই ভারতের একমাত্র শহর, যেটি ‘ওয়াল্ডর্ হেরিটেজ’র উপাধি পেয়েছে।

ইতিহাস বলছে, দ্বাদশ শতাব্দী থেকে আহমেদাবাদে মানুষের বসবাস। তখন একে বলা হতো ‘অশবল’। অনহিলওয়ারার চালুক্য শাসক কণর্ অশবলের রাজা ভিলকে যুদ্ধে পরাস্ত করে সবরমতী নদীর ধারে কণর্বতী নামে শহর গড়ে তুলেছিলেন। ১৪১১ সালে কণর্বতীর কাছেই নতুন এক শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুলতান আহমেদ শাহ। সে সময় ‘আহমেদ’ নামে পরিচিত এক পীরের নামানুসারে শহরটির নাম রাখা হয় আহমেদাবাদ।

তবে আহমেদাবাদের নাম বদলের প্রচেষ্টা শাসক দল বিজেপির নিবার্চনী ‘গিমিক’ বলে কটাক্ষ করেছেন কংগ্রেস মুখপাত্র মণীশ দোশি। তিনি বলেন, ‘হিন্দুদের ভোট পেতেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার চেষ্টা, আহমেদাবাদের নাম বদলে কণর্বতী করার প্রয়াস চালাচ্ছে বিজেপি। ক্ষমতায় আসার পর এই ইস্যুগুলোকে তারা ধামাচাপা দিয়ে দেয়। বছরের পর বছর ধরে শুধু হিন্দুদের প্রতারণা করে যায়।’

এর আগে মঙ্গলবার দীপাবলিতে উত্তরপ্রদেশের ফয়জাবাদের নাম বদলে অযোধ্যা করার কথা ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া

মাতালের কাÐ :দিল্লিতে

১৮ গাড়িতে আগুন

যাযাদি ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে এক মাতাল ব্যক্তি ১৮টি যানবাহনে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার দক্ষিণ দিল্লির মদনগিরে এ ঘটনা ঘটেছে।

একটি ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি ফুয়েল পাইপ খোলার পর গাড়িগুলোতে আগুন লাগাচ্ছে। ছয়টি মোটরসাইকেলের জ্বালানি ট্যাঙ্ক উপচে পড়ার পর ম্যাচের কাঠি জ্বালিয়ে সবগুলোতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় আগুন আশপাশে পাকর্ করে রাখা গাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু পুলিশ আসার আগেই সন্দেহভাজন মাতাল পালিয়ে যায়। সংবাদসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21411 and publish = 1 order by id desc limit 3' at line 1