মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমাকে সরালেও বেক্সিট সহজ হবে না :থেরেসা মে

যাযাদি ডেস্ক
  ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

তাকে সরিয়ে দিলেও বেক্সিট চুক্তি করা সহজ হবে না বলে সমালোচকদের সতকর্ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রোবার ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ‘স্কাই নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এ ছাড়া আগামী সপ্তাহ যুক্তরাজ্যের ভবিষ্যতের জন্য সবচেয়ে ‘সংকটপূণর্’ সময় বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদসূত্র : বিবিসি

থেরেসা বলেন, তিনি একটি কঠিন সপ্তাহ পার করেছেন, তবে তার জন্য তিনি বিভ্রান্ত নন। তিনি বলেন, ‘রাজনীতি একটি কঠিন কাজ আর আমি দীঘির্দন ধরে এটা করে আসছি’। তিনি পরবতীর্ সাত দিনকে যুক্তরাজ্যের ভবিষ্যতের জন্য সংকটপূণর্ বলে মন্তব্য করেন।

গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে খসড়া পরিকল্পনা প্রকাশ করার পর থেকেই নিজ দলেরই কয়েকজন এমপি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার আহŸান জানিয়েছেন। আর বিরোধী দল লেবার পাটির্র নেতা জেরেমি করবিন বলেছেন, তার দল বেক্সিট ইস্যুতে আরও ভালো চুক্তি করতে পারবে।

খসড়া চুক্তি প্রকাশের পর থেকেই সমালোচনার ঝড় বইছে। আগামী সপ্তাহে ইউরোপীয় বিশেষ সম্মেলনে এই চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করা হয়েছে। তবে তার আগে এটা যুক্তরাজ্যের পালাের্মন্টের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্সে’ পাস হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পাটির্সহ বিরোধী দলগুলো এর বিরোধিতা করেছে।

এরই মধ্যে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন। আর অন্যরা এখনো এটা পরিবতর্ন করার চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে টরি ব্যাকবেঞ্চ এমপিদের চেয়ারম্যান বলেছেন, তিনি নেতৃত্ব পরিবতর্ন দেখতে চান না। কিন্তু এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন। আর কনজারভেটিভ পাটির্র মধ্যে বেক্সিটের কট্টর সমথর্করা এই খসড়া পরিকল্পনা বিশ্লেষণ করে বলেছেন, এটা যুক্তরাজ্যকে অন্যের ‘নিয়ম মেনে চলতে বাধ্য’ করবে। ৫০৫ জন টরি কাউন্সিলরের মধ্যে ভোট করে দেখা গেছে, তাদের বেশিরভাগই এই চুক্তির বিরুদ্ধে। তবে তাদের বেশিরভাগই থেরেসা মে’কে প্রধানমন্ত্রী রাখতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<23147 and publish = 1 order by id desc limit 3' at line 1