বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ব্রেক্সিট চুক্তি

হাউস অব কমন্সে হোঁচট খেলেন থেরেসা মে

ব্রিটিশ পালাের্মন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ব্রেক্সিট সংক্রান্ত তিনটি গুরুত্বপূণর্ ভোটে পরাজিত হয়েছেন মে
যাযাদি ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫
ব্রেক্সিট চুক্তি নিয়ে বিপাকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার পালাের্মন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ সংক্রান্ত তিনটি গুরুত্বপূণর্ ভোটে পরাজিত হওয়ার পর পালাের্মন্ট ভবন থেকে বের হয়ে যাওয়ার একটি মুহ‚তের্ তিনি Ñসিনহুয়া

ইউরোপীয় ইউনিয়ন থেকে অনুমোদন পাওয়া ব্রেক্সিট চুক্তি পালাের্মন্টের ভোটে ওঠার আগেই বড় ধরনের হোঁচট খেয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার ব্রিটিশ পালাের্মন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ সংক্রান্ত তিনটি গুরুত্বপূণর্ ভোটে পরাজিত হয়েছেন তিনি। সংবাদসূত্র: বিবিসি এর আগে সোমবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে অ্যাটনির্ জেনারেল জিওফ্রে কক্স তার আইনি পরামশের্র সংক্ষিপ্ত বক্তব্য কমন্সে তুলেছিলেন। সংসদ সদস্যরা একে ‘পালাের্মন্টের অবমাননা’ অ্যাখ্যা দিয়ে ওই পরামশের্র পূণার্ঙ্গ রূপ দেখতে চেয়েছেন। আগামী সপ্তাহের পালাের্মন্ট ভোটে প্রধানমন্ত্রীর চুক্তিটি প্রত্যাখ্যাত হলে কী ঘটবে তা কমন্সকে জানাতেও সংখ্যাগরিষ্ঠ সাংসদের রায় লাগবে। গুরুত্বপূণর্ এ ভোটগুলোতে পরাজয়ের পর অসন্তোষ গোপন করেননি মে। তিনি বলেন, ২০১৬ এর গণভোটের রায় বাস্তবায়নে সংসদ সদস্যদের দায় আছে। ইইউয়ের সঙ্গে হওয়া চুক্তিতে ব্রিটেনের জন্য থাকা প্রস্তাবগুলোকে ‘সম্মানজনক সমঝোতা’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। ইইউ থেকে বেরিয়ে যাওয়া এবং পরবতীের্ত জোটটির সঙ্গে লন্ডনের সম্পকর্ কেমন হবে সে বিষয়ে প্রস্তাব নিয়ে কমন্সে পঁাচদিনের বিতকের্র শুরুতে দেয়া বক্তব্যে মে এসব বলেন। দীঘর্ আলোচনার পর গত মাসে মে ও ইইউ নেতারা ব্রেক্সিট নিয়ে একটি চুক্তিতে পেঁৗছাতে পারলেও, সেটি চূড়ান্ত ভাবে কাযর্করে ব্রিটেনের পালাের্মন্টের সমথর্ন লাগবে। চুক্তিটি গৃহীত না প্রত্যাখ্যাত হচ্ছে, তা ১১ ডিসেম্বরের ভোটে নিশ্চিত হবে। হাউস অব কমন্সে অ্যাটনির্ জেনারেলের আইনি পরামশের্র পূণার্ঙ্গ অংশ উপস্থাপনের প্রস্তাবটি ৩১১-২৯৩ ভোটে পাস হয়। সোমবার ওই পরামশের্র সংক্ষিপ্ত রূপ দিয়েছিলেন কক্স; পালাের্মন্ট সদস্যদের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পবের্ তিনি ‘জাতীয় স্বাথের্’ পূণার্ঙ্গ পরামশির্ট দিতে রাজি হননি। গত মাসে হাউস অব কমন্স চুক্তি বিষয়ে অ্যাটনির্ জেনারেলের চূড়ান্ত ও পূণার্ঙ্গ পরামশর্ চেয়েছিল। সেদিকে ইঙ্গিত করে লেবার পাটির্র সাংসদরা কক্সের সংক্ষিপ্ত বক্তব্যকে মন্ত্রিদের ইচ্ছাকৃতভাবে পালাের্মন্টের নিদের্শ না মানার নজির হিসেবে অভিহিত করেন। লেবার সাংসদরা এরপর আগামী মঙ্গলবারের ভোটের আগেই পরামশির্টর পূণার্ঙ্গ রূপ প্রকাশের দাবি জানায়। এ নিয়ে ভোটে ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয় ছয় বিরোধী দল। রক্ষণশীলদের সঙ্গে জোটে থাকা নদার্নর্ আয়ারল্যান্ড ডেমোক্রেটিক পাটির্র সাংসদরাও আইনী পরামশের্র পূণার্ঙ্গ রূপ দেখার পক্ষেই অবস্থান জানান। এর আগে সরকারের করণীয়সহ আইনী পরামশর্ সংক্রান্ত পুরো বিষয়টি সাংসদীয় কমিটিগুলোর কাছে উত্থাপনে মন্ত্রিসভার একটি প্রস্তাব চার ভোটে পরাজিত হয়। ইইউর সঙ্গে হওয়া চুক্তিটি পালাের্মন্টে প্রত্যাখ্যাত হলে কী করতে হবে সরকারকে সে সংক্রান্ত পরিকল্পনা ২১ দিনের মধ্যে হাউস অব কমন্সে তুলতে মঙ্গলবার অন্য একটি প্রস্তাবেও সাংসদরা সায় দেন। এ সংক্রান্ত প্রস্তাবটি নিম্নকক্ষে ৩২১-২৯৯ ভোটে গৃহীত হয়। গুরুত্বপূণর্ এ ভোটগুলোতে হেরে যাওয়ায় সরকার ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পাটির্র নেতা ভিন্স কেবল। থেরেসা মে’র সংখ্যাগরিষ্ঠতা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। একইসঙ্গে তার চুক্তিটির সক্ষমতাও বাষ্পীভূত হচ্ছে। হাউস অব কমন্সে চুক্তিটি নিয়ে আলোচনা শুরুর আগে দেয়া বক্তব্যে মে বলেছিলেন, চুক্তি নিয়ে আর কোনো আলোচনায় বসতে ইইউ রাজি নয় বলে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে। আমি কখনোই বলিনি চুক্তিটি নিখুঁত, এমনটা কখনোই হয় না। মধ্যস্থতার প্রকৃতিই এমন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে