শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

শহরে ২১ লাশ

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্র সীমান্তবতীর্ মেক্সিকোর একটি শহরে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে ২১ জন নিহত হয়েছে। তামাউলিপাস প্রদেশের সিউদাদ মিগুয়েল আলেমান শহরে বুধবার ওই মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায় বলে জানান স্থানীয় কমর্কতার্রা। মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর মধ্যে একটি তামাউলিপাস। এখানে বেশ কয়েকটি ‘গ্যাং’ অত্যন্ত সক্রিয় এবং তাদের মধ্যে প্রায়ই বন্দুকযুদ্ধ হয়। গøফ কাটের্ল এবং তাদের প্রধান প্রতিদ্ব›দ্বী জিতাস বাহিনীর মধ্যে লড়াই হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে, মেক্সিকো সীমান্তে দেয়াল নিমাের্ণর পক্ষে সমথর্ন জোগাড় করতে পরদিন বিকালে শহরটি থেকে ৯০ কিলোমিটার দূরে টেক্সাসের ম্যাকঅ্যালেন নগরী সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত দেয়াল নিমাের্ণর তহবিল বরাদ্দ নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সংবাদসূত্র: রয়টাসর্

ইয়েমেনে

ড্রোন হামলা

যাযাদি ডেস্ক

ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি সামরিক ঘঁাটিতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ছয় সেনা নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় লাজ প্রদেশে আল-আনাদ এলাকার ওই ঘঁাটিতে সামরিক প্যারেড চলার সময় ড্রোন হামলা চালানো হয়। এ হামলার ঘটনায় ইয়েমেনে সদ্য শুরু হওয়া জাতিসংঘের শান্তি প্রচেষ্টা ফের স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উচ্চ-পযাের্য়র সামরিক ও সরকারি কমর্কতার্রা প্যারেড পরিদশের্নর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতদের মধ্যে রয়েছেন সামরিক বাহিনীর উপ-প্রধান কমর্কতার্ জেনারেল সালেহ আল-জিন্দানি এবং লাজ প্রদেশের গভনর্র আহমেদ আল-তুকির্। ইয়েমেন সরকারকে সমথর্ন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের কমর্কতাের্দর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত একটি টিভি চ্যানেল। সংবাদসূত্র: এএফপি

৩ নারীর গুলিবিদ্ধ

মরদেহ উদ্ধার

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বিলাসবহুল বাড়ি থেকে এক নারী ও দুই কিশোরীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ কমর্কতার্ জানান, ওই নারীর বন্ধু বাড়িতে এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। এক সংবাদ সম্মেলনে বেক্সার কাউন্টি শেরিফ জ্যাভিয়ের সালাজার বলেন, তিনজনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ এই ঘটনা তদন্তে সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন। তবে নিহতের নামপরিচায় জানায়নি পুলিশ। তাদের মধ্যে সম্পকর্ কী সেটাও নিশ্চিত করেননি তারা। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে নিহত ৩৭ বছর বয়সী নারীর নাম নিকোল অলসেন। সংবাদসূত্র: রয়টাসর্

বন্দুকযুদ্ধে

নিহত ৬

যাযাদি ডেস্ক

সন্ত্রাসী কমর্কাÐে অভিযুক্ত ছয়জন সৌদি নাগরিক দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সৌদি রাজতন্ত্রের স্টেট সিকিউরিটি প্রেসিডেন্সির সরকারি মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। গত বুধবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও এতে আহত হয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৌদির মধ্যাঞ্চলীয় রাজ্য আল কাতিফের আল কুওয়াইকেব জেলায় গোপন অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় সন্ত্রাসী কমর্কাÐের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলাতক ওই ছয় সন্ত্রাসী গোপনে আস্তানা করে ছিল বলে বিবৃতির মাধ্যমে জানা যায়। তাদের আত্মসমপর্ণ করতে বলা হলে তারা পালানোর চেষ্টা করে নিরাপত্তাকমীের্দর লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। পরে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। সংবাদসূত্র: বিবিসি

মহাকাশের রহস্য

সঙ্কেত

যাযাদি ডেস্ক

দূর কোনো গ্রহমÐল থেকে ভেসে আসছে রহস্যময় সঙ্কেত। কানাডার একটি টেলিস্কোপে ধরা পড়েছে সেই মিলিসেকেন্ডের রেডিও বাতার্। সেই বাতার্ ঠিক কী ধরনের বা ঠিক কোথা থেকে আসছে তা জানা সম্ভব হয়নি। এফআইবি নামে পরিচিত ১৩টি দ্রæত রেডিও সঙ্কেতের এই সঙ্কেতটি বারবার আসছে। তা আসছে পনেরো কোটি আলোকবষর্ দূর থেকে। এর আগেও আরেকটি টেলিস্কোপে এমন সঙ্কেত ধরা পড়েছিল। জ্যোতিবির্জ্ঞানীরা এখন এই মহাকাশ রহস্য উন্মোচনে ব্যস্ত। ব্রিটিশ কলম্বিয়ার চাইম পযের্বক্ষণ কেন্দ্রে চারটি ১০০ মিটার লম্বা টেলিস্কোপ আছে, যা দিয়ে পুরো উত্তর আকাশ প্রতিদিন পযের্বক্ষণ করা হয়। এখানেই ১৩টি রেডিও সিগন্যাল পাওয়া গেছে। এই দ্রæতগতির রেডিও সঙ্কেতগুলো ৭০০ মেগাওয়াটের। আবার কানাডায় রেকডর্ করা কিছু সঙ্কতে ৪০০ মেগাওয়াটেরও।

এখন পযর্ন্ত বিজ্ঞানীরা ৬০টি দ্রæতগতির রেডিও সঙ্কেত পেয়েছেন। তার মধ্যে দুইটি বারবার এসেছে। এক দলের ধারণা, হয়তো খুব বেশি চৌম্বক শক্তিসম্পন্ন একটি নিউট্রন তারা দ্রæতগতিতে ঘুরছে অথবা দুটি নিউট্রন তারা একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। সংবাদসূত্র: ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31681 and publish = 1 order by id desc limit 3' at line 1