শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্প খড়গে বাতিল স্পিকার ন্যান্সির আফগানিস্তান সফর

অচলাবস্থা নিরসনে স্পিকারের দেশে থাকাই ভালো হবে বলে মন্তব্য করেন ট্রাম্প এর আগে অচলাবস্থার অজুহাতে স্পিকার ট্রাম্পের ভাষণ স্থগিত করে দিয়েছিলেন
যাযাদি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০
সহকমীের্দর সঙ্গে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি Ñরয়টাসর্

চার সপ্তাহ ধরে চলা কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থার অজুহাতে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আফগানিস্তান সফর বাতিল করে দিয়েছেন। সংকট নিরসনে মধ্যস্থতায় প্রভাবশালী এ ডেমোক্র্যাট নেতার দেশে থাকা প্রয়োজন উল্লেখ করে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মেক্সিকো সীমান্তে দেয়াল নিমাের্ণ বরাদ্দ নিয়ে ডিসেম্বরের শেষ প্রান্তে শুরু হওয়া এ অচলাবস্থা এরইমধ্যে রেকডর্ ২৭ দিন অতিক্রম করেছে। বৃহস্পতিবার মাকির্ন সামরিক বাহিনীর এয়ারক্রাফটে চেপেই ন্যান্সি ও প্রতিনিধিদলের ব্রাসেলস এবং আফগানিস্তানে যাওয়ার কথা ছিল। ট্রাম্প ওই এয়ারক্রাফটের যাত্রা আটকে দিয়েই চলতি মাসের শুরুতে স্পিকারের দায়িত্ব নেয়া পেলোসির সফর বাতিল করেন বলে জানা গেছে। সংবাদসূত্র: রয়টাসর্

ন্যান্সি এর আগে বুধবার রাজনৈতিক অচলাবস্থার কারণ দেখিয়ে ট্রাম্পকে স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ স্থগিতের অনুরোধ জানিয়েছিলেন। বছরের শুরুতে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের ওই স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দেয়ার রেওয়াজ আছে। অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে নিবার্চনী প্রচারের শুরু থেকেই মেক্সিকো সীমান্তে দেয়াল নিমাের্ণর প্রতিশ্রæতি দিয়ে এসেছেন ট্রাম্প। দেয়াল নিমাের্ণর ব্যয় মেক্সিকোর কাছ থেকে আদায় করার কথা বললেও দেশটির সরকার তা প্রত্যাখ্যান করলে পরে ওই বক্তব্য থেকে সরে আসেন রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্প তার প্রতিশ্রæতি পূরণে কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার চেয়েও সুবিধা করতে পারেননি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের সাহায্য ছাড়া নিম্নকক্ষে ট্রাম্পের দেয়ালের বরাদ্দ অনুমোদন পাবে না। উচ্চকক্ষ সিনেট থেকে ছাড়পত্র পেতেও ডেমোক্র্যাটদের সহায়তা লাগবে। ডেমোক্র্যাটরা বলছে, জনগণের করের টাকায় প্রেসিডেন্টের অযৌক্তিক প্রতিশ্রæতির বাস্তবায়ন হতে পারে না। অন্যদিকে, ট্রাম্প বলেছেন, দেয়াল নিমাের্ণর বরাদ্দ ছাড়া তিনি কোনো বাজেট বিলে স্বাক্ষর করবেন না। দুই পক্ষের অনড় অবস্থানে বাজেট অনুমোদিত না হওয়ায় ডিসেম্বরের ২২ তারিখ থেকে মাকির্ন কেন্দ্রীয় সরকারের এক-চতুথার্ংশ বিভাগ ও সংস্থার কাযর্ক্রম বন্ধ হয়ে যায়। যার কারণে প্রায় ৮ লাখ সরকারি কমীর্ যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীঘর্ এ অচলাবস্থায় বেতনহীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন।

মাকির্ন গণমাধ্যমগুলো জানিয়েছে, পেলোসির ও প্রতিনিধি দলের অন্য সদস্যদের আফগানিস্তান যাত্রার কয়েকঘণ্টা আগে বৃহস্পতিবার ট্রাম্প নিধাির্রত ওই সফর বাতিল করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডাসর্ পরে টুইটারে এ-সংক্রান্ত প্রেসিডেন্টের চিঠিও তুলে দেন। এতে ট্রাম্প সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনা ও অচলাবস্থা নিরসনে প্রতিনিধি পরিষদের স্পিকারের দেশে থাকাই ভালো হবে বলে মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তিনি কেবল সামরিক এয়ারক্রাফটের উড্ডয়ন বাতিল করেছেন, পেলোসির সফর নয়। ডেমোক্র্যাট এ নেত্রী চাইলে বেসরকারি বিমানে চেপে নিধাির্রত সফরে অংশ নিতে পারেন বলেও চিঠিতে বলেন মাকির্ন প্রেসিডেন্ট। অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র জানুয়ারির শেষে সুইজারল্যান্ডের দাভোসে হতে যাওয়া ওয়াল্ডর্ ইকোনমিক ফোরামের সম্মেলনেও প্রতিনিধি পাঠাচ্ছে না, বৃহস্পতিবার পরে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের খড়গের আগে পেলোসির আফগানিস্তান সফরের কথাও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সফরের মাঝপথে চালককে বিশ্রাম দিতে এবং মাকির্ন প্রতিনিধি পরিষদের স্পিকারের সঙ্গে শীষর্ ন্যাটো কমান্ডারদের সাক্ষাৎপবের্র জন্য ব্রাসেলসে যাত্রাবিরতির পরিকল্পনা ছিল। মাকির্ন নেতৃত্বাধীন এ সামরিক জোটের প্রতি যুক্তরাষ্ট্রের ‘ইস্পাতদৃঢ় সমথের্নর’ কথা পুনব্যর্ক্ত করতেই ন্যান্সির ন্যাটো সদরদপ্তরে যাওয়ার পরিকল্পনা ছিল বলে তার ডেপুটি চিফ অব স্টাফ ড্রিউ হ্যামিল পরে সাংবাদিকদের জানান। সফরে পেলোসির মিশরে নামার কোনো পরিকল্পনা ছিল না বলেও নিশ্চিত করেছেন তিনি। অচলাবস্থার কারণ দেখিয়ে প্রতিনিধি পরিষদের স্পিকারের যাত্রা বাতিল করলেও একই সময়ে ট্রাম্প ও রিপাবলিকানদের নিধাির্রত সফরগুলো সময়সূচি মেনেই হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32767 and publish = 1 order by id desc limit 3' at line 1