শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

লাদাখে তুষার

ধসে নিহত ৪

যাযাদি ডেস্ক

জম্মু ও কাশ্মিরের লাদাখে তুষার ধসে একটি এসইউভি গাড়িচাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে, নিখেঁাজ রয়েছেন আরও ছয়জন। লাদাখের ‘খারদুং লা’র ১৭ হাজার ৫০০ ফুট উঁচু পাহাড়ি রাস্তায় শুক্রবার সকালে এ দুঘর্টনা ঘটে। এটা বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক যেখানে মটোরযান চলাচল করে। লেহ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দুঘর্টনাস্থলে যৌথবাহিনী উদ্ধার কাজ করছে। প্রত্যক্ষদশীের্দর ভাষ্যানুযায়ী, এসইউভিটি বিশালাকৃতির একটি বরফের দেয়ালের নিচে চাপা পড়ে। লেহ শহরের উত্তরে অবস্থিত ‘খারদুং লা’র সড়ক দিয়ে লাদাখের জনপ্রিয় শিয়ক ও নুবরা ভ্যালিতে যেতে হয়। সংবাদসূত্র: এনডিটিভি

মাঝ আকাশে দুই

যুদ্ধবিমানের ধাক্কা

যাযাদি ডেস্ক

রাশিয়ায় সু-৩৪ মডেলের দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটেছে। দেশটির সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়াভিত্তিক আন্তজাির্তক টিভি নেটওয়াকর্ আরটি নিউজ। তবে দুঘর্টনাটি ঠিক কখন ঘটেছে সে বিষয়ে সংবাদমাধ্যমে কিছু জানানো হয়নি। জাপান সাগরের ওপর দিয়ে উড্ডয়নের সময় সংঘষের্র ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ দুঘর্টনায় পাইলটরা বেঁচে আছেন না মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দুঘর্টনার আগে তারা বিমান থেকে নেমে পড়েছিলেন। দেশটির সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ট্রেইনিং ফ্লাইট চলাকালে দুঘর্টনাটি ঘটে। তবে বিমান দুটিতে কোনো ধরনের অস্ত্র ছিল না। পাইলটদের উদ্ধারে দুঘর্টনাস্থলে এন-১২ বিমান ও দুটি এমআই-৮ হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সংবাদসূত্র: রয়টাসর্

ইসরাইলি ছাত্রী খুন

যুবক গ্রেপ্তার

যাযাদি ডেস্ক

মেলবোনের্ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে ইসরাইলি ছাত্রী খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। বৃহস্পতিবার সকালে লাতরোব বিশ্ববিদ্যালয়ের কাছে ২১ বছর বয়সী আইয়া মাসারুর মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে একটি কমেডি ক্লাব থেকে ট্রামে করে রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে। সেসময় আইয়া ফোনে বোনের সঙ্গে কথা বলছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। আইয়ার বোন ফোনালাপের সময় ফোন মাটিতে পড়ে যাওয়ার শব্দ এবং কারো কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ইসরাইলি ছাত্রী খুনের ঘটনায় শুক্রবার মেলবোনের্র উপকণ্ঠ থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়। হত্যার আগে আইয়াকে যৌন নিযার্তন করা হয়েছে বলেও ধারণা তদন্ত কমর্কতাের্দর। সংবাদসূত্র: বিবিসি নিউজ

সিডনিতে নারীর

কারাদÐ

যাযাদি ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি দোকানে কুড়াল নিয়ে হামলার ঘটনায় এক নারীর কারাদÐ হয়েছে। ওই নারী একটি দোকানের ভেতরে এলোপাতাড়িভাবে দুজনের ওপর হামলা চালিয়েছিল। তিনি দোকানের ভেতর আরও এক ক্রেতার ওপর হামলার চেষ্টা করেন। তবে সৌভাগ্যক্রমে ওই ক্রেতা কোনো ধরনের আঘাত পাননি। শুক্রবার এক শুনানিতে ওই হামলার ঘটনাকে খুবই গুরুত্বপূণর্ উল্লেখ করে তাকে সবোর্চ্চ ৯ বছরের কারাদÐ দেয়া হয়েছে। বিচারপতি মাকর্ উইলিয়াম বলেন, এই হামলার ঘটনায় প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা ছিল। শুধু সৌভাগ্যক্রমে তারা বেঁচে গেছেন। সংবাদসূত্র: রয়টাসর্

সোনায় মোড়ানো মিষ্টি!

যাযাদি ডেস্ক

এটা যে সে মিষ্টি নয়, প্রতি কেজি মিষ্টির দাম ৯ হাজার রুপি! হবেই না বা কেন? মিষ্টিগুলো যে সোনায় মোড়ানো। ভাবছেন গল্প? গল্প নয়, সত্যি! তবে এই মিষ্টি খেতে চাইলে যেতে হবে ভারতের গুজরাট রাজ্যের সুরাটের প্রিন্স মিঠাইওয়ালা দোকানে। সুরাট গুজরাটের শিল্পশহর। সিল্ক ও পোশাকশিল্পের জন্য বিখ্যাত। সেখানেই প্রিন্স মিঠাইওয়ালা দোকান। দাম বেশি হলেও মিষ্টির দোকানে ভিড় কম নয়। বিক্রিও হয় প্রচুর। সোনায় মোড়ানো এই মিষ্টির নাম ২৪ ক্যারেট মিঠাই ম্যাজিক। মালিক ব্রিজ মিঠাইওয়ালা বলেন, প্রতিটি মিষ্টির ওপরই ২৪ ক্যারেট সোনার পাতের ফয়েল লাগিয়ে দেয়া হয়েছে। দুধ, চিনি এবং নানা ফল দিয়ে এই মিষ্টি তৈরি। এটি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। সোনায় মোড়ানো মিষ্টি দেখতে প্রতিদিনই লোকজন আসছেন। কেউ কিনছেনও। এক কেজি কেনার সামথর্্য না থাকলেও অনেকে দুই থেকে চারটি মিষ্টি কিনছেন। সবারই এক কথা সোনার মিষ্টি একটু চেখে নিচ্ছেন। সংবাদসূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32776 and publish = 1 order by id desc limit 3' at line 1