শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

আইএসের সঙ্গে জড়িত

সন্দেহে গ্রেপ্তার ৯

যাযাদি ডেস্ক

সন্ত্রাসী সংগঠন আইএসের সঙ্গে জড়িত থাকার কথিত অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্য থেকে এক কিশোরসহ ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাজ্যটির মুমব্রা, থানে ও আওরঙ্গাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গিগোষ্ঠীগুলোর ‘¯িøপার সেলের’ উপস্থিতি নিয়ে তদন্ত করছিল মহারাষ্ট্র গোয়েন্দা পুলিশ। ‘নিভর্রযোগ্য’ তথ্যের ভিত্তিতে ‘তাদের বিষয়ে প্রাসঙ্গিক তথ্য জোগাড় করার পর কয়েক সপ্তাহ ধরে তাদের অনুসরণ করে মঙ্গলবার অবশেষে তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছে সংস্থাটি। সংবাদসূত্র: এনডিটিভি

জাতীয় সংগীতের

অবমাননায় শাস্তি

যাযাদি ডেস্ক

চীনের জাতীয় সংগীতকে অবমাননা বা অসম্মান করলে সবোর্চ্চ তিন বছর পযর্ন্ত কারাদÐের বিধান রেখে আইন করছে হংকং। ১৯৯৭ সালে বেইজিংয়ের শাসনব্যবস্থায় একীভ‚ত হওয়া শহরটির পালাের্মন্টে বুধবার এ-সংক্রান্ত বিলটি উঠতে যাচ্ছে বলে জানা গেছে। বিরোধী আইনপ্রণেতার সংখ্যা উল্লেখযোগ্য না হওয়ায় বিলটি সহজেই অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে। আইনে জনসমক্ষে ও ইচ্ছাকৃতভাবে জাতীয় সংগীতের অবমাননাকারীদের কারাদÐের পাশাপাশি সবোর্চ্চ ৫০ হাজার হংকং ডলার জরিমানারও বিধান রাখা হচ্ছে। হংকংয়ে এর আগে জাতীয় পতাকা ও প্রতীকের অবমাননায় তিন বছরের কারাদÐের বিধান রেখে আইন হয়েছিল। সংবাদসূত্র: রয়টাসর্

যাত্রীবাহী রুশ

বিমান ছিনতাই

যাযাদি ডেস্ক

সাইবেরিয়া থেকে রাশিয়ার মস্কোগামী যাত্রীবাহী একটি বিমান ছিনতাই করেছে সশস্ত্র এক যাত্রী। মঙ্গলবার রাশিয়ার স্থানীয় সময় দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। অ্যারোফ্লোট এয়ারলাইন্সের ওই বিমানে সাত ক্রু-সহ ৭৬ জন আরোহী ছিলেন। অ্যারোফ্লোট এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি সাইবেরিয়া থেকে মস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর পর এক যাত্রী পিস্তলের মুখে পাইলটকে জিম্মি করে বিমানটি আফগানিস্তানে নিয়ে যাওয়ার নিদের্শ দেন। কিন্তু পাইলট আফগানিস্তানে যাওয়ার মতো পযার্প্ত জ্বালানি নেই জানিয়ে অস্ত্রধারী ওই যাত্রীকে বোঝানোর চেষ্টা করেন। পরে বিমানটির জ্বালানি নেয়ার জন্য রাশিয়ার খান্তি-মানসিইস্ক শহরের বিমানবন্দরে অবতরণ করতে চান পাইলট; এতে রাজি হলে কৌশলে তাকে আটক করা হয়। সংবাদসূত্র: ডেইলি মিরর

চীনে অস্ট্রেলীয় লেখক

নিখেঁাজে তদন্তের ঘোষণা

যাযাদি ডেস্ক

চীনে এক লেখকের ‘নিখেঁাজ’ হওয়ার খবর পাওয়ার পর এ নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। গত শনিবার বিমানে করে নিউইয়কর্ থেকে চীনের গুয়াংঝৌতে যান সাবেক চীনা ক‚টনীতিক ও বøগার ইয়াং হেংজুন। এরপর থেকেই তার আর কোনো খেঁাজ নেই বলে তার বন্ধু সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফেং চোংয়ি জানিয়েছেন। চীনা-অস্ট্রেলিয়ান লেখক ইয়াংকে বেইজিংয়ের কতৃর্পক্ষ আটকে রেখেছে বলেও সন্দেহ ফেংয়ের। চীন এখনো তাদের সাবেক ক‚টনীতিক ইয়াংয়ের প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি। সংবাদসূত্র: বিবিসি

সামরিক অভিযানে

মাকির্ন সেনা নিহত

যাযাদি ডেস্ক

আফগানিস্তানে দায়িত্বপালনের সময় এক মাকির্ন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটির প্রতিরক্ষা দপ্তর। মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন ওই সেনা মারা যাওয়ার কথা নিশ্চিত করে। তারা বলেছে, শত্রæদের ছোট অস্ত্রের গুলিতে মারা গেছেন ওই সেনা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মীয়ের সঙ্গে যোগাযোগের পর তার পরিচয় জানানো হবে। এ নিয়ে চলতি বছর আফগানিস্তানে দ্বিতীয় মাকির্ন সেনা প্রাণ হারালেন। গত ১৩ জানুয়ারি আফগানিস্তানের বাগদিস প্রদেশে সেনা অভিযানের সময় একজন সাজের্ন্ট আহত হয়ে জামাির্নতে চিকিৎসা নেয়ার সময় মারা গেছেন। ২০০১ সাল থেকে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এ পযর্ন্ত যুক্তরাষ্ট্রের ২,৪০০ সেনা নিহত হয়েছেন। সংবাদসূত্র: বিবিসি

রাশিয়ায় পুতিন, আবে বৈঠক

যাযাদি ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বৈঠকে দুই নেতা দীঘর্ আঞ্চলিক বিরোধসহ নানা বিষয়ে উভয় দেশের মতপাথর্ক্য নিয়ে কথা বলেন। জোর দেন বিরোধপূণর্ দ্বীপসহ অন্যান্য বিষয়ে বিরোধ নিষ্পত্তির ওপর। বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সাংবাদিক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, রাশিয়া-জাপান শান্তি চুক্তি সমস্যা সমাধানে আরও বেশি সময় ও ধৈযর্ প্রয়োজন, যাতে করে উভয় পক্ষ একটি সন্তোষজনক সমাধান খঁুজে বের করতে পারে। সংবাদসূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33660 and publish = 1 order by id desc limit 3' at line 1