শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দূষণ :ব্যাংককে চার শতাধিক স্কুল বন্ধ

যাযাদি ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

রাজধানী ব্যাংককে বিষাক্ত ধেঁায়ার কারণে চার শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করেছে থাই কতৃর্পক্ষ। বায়ু দূষণের ক্ষতি থেকে শিশুদের বঁাচাতেই এই পদক্ষেপ নিয়েছে কতৃর্পক্ষ।

এ যাবতকালের সবচেয়ে খারাপ বায়ু দূষণের কবলে পড়েছে ব্যাংকক। বাতাসে পিএম ২ দশমিক ৫-এর মাত্রা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির

সৃষ্টি হয়েছে।

যানবাহন থেকে নিগর্ত ধেঁায়া, নিমার্ণকাজ, ফসলের নাড়া পোড়ানো ও কারখানা থেকে নিগর্ত বিষাক্ত পদাথর্ মিলে এ ধেঁায়াশা তৈরি হয়েছে। বায়ুদূষণ কমাতে নানা চেষ্টা করলেও এ পযর্ন্ত সবই ব্যথর্ই হয়েছে।

সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<34741 and publish = 1 order by id desc limit 3' at line 1