বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সিসি ক্ষমতায় থাকতে

পারবেন ২০৩৪ পযর্ন্ত!

যাযাদি ডেস্ক

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আরও দুই যুগ ক্ষমতায় রাখতে সংবিধানের একটি মূল অনুচ্ছেদের খসড়া সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছেন

মিসরের বেশিরভাগ এমপি।

বৃহস্পতিবার এ খসড়া সংশোধনীর বিলটি ৫৯৬ সদস্যের পালাের্মন্টে ৪৮৫ সদস্যের ভোটে গৃহীত হয়।

পাস হওয়া সংশোধনীটিকে এখন পালাের্মন্টের পযাের্লাচনা কমিটির বৈতরণি পার হতে হবে। পযাের্লাচনাসহ পালাের্মন্টে দ্বিতীয় দফার ভোটের পর সবশেষে

হবে চ‚ড়ান্ত গণভোট।

সংবিধানে এ পরিবতর্ন অনুমোদিত হলে প্রেসিডেন্ট পদে যে কেউ চারবার দঁাড়ানোর সুযোগ পাবেন।

সংশোধনী যেদিন থেকে কাযর্কর হবে, সেদিন থেকে চারবার ছয় বছর মেয়াদ হওয়ায় ৬৩ বছর বয়সী সিসি কাযর্ত ২০৩৪

সাল পযর্ন্ত ক্ষমতায় থাকার

সুযোগ পাবেন।

নতুন সংশোধনীতে বিচার বিভাগের ওপর আরও কতৃর্ত্ব করারও সুযোগ থাকবে প্রেসিডেন্টের।

বুধবার থেকে খসড়া এ সংশোধনী নিয়ে পালাের্মন্টে তকর্-বিতকর্ শুরু হয়; বৃহস্পতিবারের ভোটে ১৪ জন খসড়া সংশোধনীর বিরোধিতা করেছেন, দুই এমপি

অনুপস্থিত ছিলেন।

বিরোধী এমপি আহমেদ আল-তানতাউয়ি বলেছেন, নতুন এ সংশোধনী সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘষির্ক। এই পরিবতর্ন দেশকে সাবেক শাসক হোসনি মোবারকের আগের যুগে নিয়ে যাবে বলেও শঙ্কা তার।

সংবাদসূত্র : রয়টাসর্

আবারও অথর্মন্ত্রীর পদে

ফিরলেন অরুণ জেটলি

যাযাদি ডেস্ক

গুরুতর শারীরিক অসুস্থতার কারণে ভারতের কেন্দ্রীয় অথর্মন্ত্রীর পদ থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন অরুণ জেটলি। চিকিৎ?সার জন্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। কয়েকদিন আগে ফিরেছেন। তার অবতর্মানে এই গুরুদায়িত্ব পালন করেছিলেন পীযূষ গোয়েল।

তবে বৃহস্পতিবার কাশ্মিরের পুলওয়ামায় ঘটে জঙ্গি হামলার পর তিনি পুনরায় অথর্ মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরেছেন।

বৃহস্পতিবার জঙ্গি হামলার পরে তিনি টুইট করে বলেন, ‘এই গুরুতর অপরাধের জন্য জঙ্গিদের এমন শিক্ষা দেয়া হবে, যা তারা কোনোদিন ভুলতে পারবে না।’ এরপরই অরুণ জেটলি আবার ভারতের অথর্মন্ত্রীর দায়িত্ব কঁাধে তুলে নেন।

আর শুক্রবার তিনি কাশ্মিরে ঘটনাস্থলে গেছেন। সেখান থেকেই হুশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার শক্ত জবাব দেয় হবে।? সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস

ব্রেক্সিট নিয়ে পালাের্মন্টে

ফের পরাজিত থেরেসা

যাযাদি ডেস্ক

ব্রেক্সিট চুক্তি পরিবতের্নর জন্য পুনরায় আলোচনার পরিকল্পনা নিয়ে পালাের্মন্টের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্স’র ভোটে আবার পরাজিত হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

তার পরিকল্পনা সমথর্ন করার প্রস্তাবের বিপক্ষে ৩০৩ এবং পক্ষে পড়ে ২৫৮ ভোট। ফলে, ব্রেক্সিট চুক্তিটি পরিবতর্ন করতে পারলে মে সেটি অনুমোদন করিয়ে নিতে পারবেন বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যে প্রতিশ্রæতি দিয়েছিলেন, তা নিয়ে

সংশয় সৃষ্টি হলো।

বৃহস্পতিবার এমপিরা পালাের্মন্টে ওই প্রতীকী ভোট দেন। ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রাসেলসের সঙ্গে পুনরায় আলোচনার পরিকল্পনায় মে’র নতুন করে দৃঢ় সমথর্ন পাওয়ার চেষ্টাতেই এ ভোট হয়।

কিন্তু মে তার প্রস্তাবে ৪৫ ভোটে হেরেছেন। এতে সরকারকে তার অবস্থান বদলাতে না হলেও ইইউ-এর সঙ্গে মে’র আলোচনা চালানো কঠিন হবে। কারণ, ইইউ নেতারা আর মে’র ওপর ভরসা করতে পারবেন না।

ভোটে পরাজয়ের পর বিরোধীদল লেবার পাটির্ নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী থেরেসাকে তার ‘ব্রেক্সিট পরিকল্পনায় ব্যথর্তা স্বীকার’ করে নিতে বলেছেন। সংবাদসূত্র : বিবিসি

চুরির তালিকায় এবার

যোগ হলো পানি!

যাযাদি ডেস্ক

কানাডায় আইসবাগর্ থেকে আনা ৩০ হাজার লিটার মূল্যবান পানি চুরির ঘটনা ঘটেছে। পোটর্ ইউনিয়ন শহর থেকে চুরি যাওয়া ওই পানি উদ্ধারে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে পোটর্ ইউনিয়ন

শহরের একটি গুদাম থেকে

পানি চুরি করা হয়।

বিশুদ্ধতার জন্য গ্রিনল্যান্ডের বরফের চঁাই থেকে সংগৃহীত আইসবাগের্র পানির দাম অনেক বেশি। ভদকা, স্পিরিট, প্রসাধন সামগ্রী তৈরির জন্য এই পানি ব্যবহার করা হয়। বোতলজাত করেও এই পানি বিক্রি করা হয়। তবে এ ক্ষেত্রে এক কেস পানির দাম ১০০ ডলারও

ছাড়িয়ে যায়।

পোটর্ ইউনিয়ন শহরের গুদামে থাকা পানি ভদকা তৈরির জন্য সংরক্ষিত ছিল। চুরি যাওয়া এই পানির দাম ৯ থেকে ১২ হাজার কানাডীয় ডলার বলে জানিয়েছে পুলিশ।

তবে আইসবাগর্ পানি কোম্পানির এক কমর্কতার্ জানিয়েছেন, সম্ভবত স্থানান্তরের সময় এই পানি চুরি হয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36846 and publish = 1 order by id desc limit 3' at line 1