মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নকল হীরাই ৩৩ বছর পর হলো আসল!

যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নকল হীরার আংটি শখের বশে কিনেছিলেন। ৩৩ বছর পর জানা গেল, আংটিতে রয়েছে আসল হীরা। এবার সেই আংটিই উঠছে নিলামে।

জানা গেছে, ৩৩ বছর আগে সস্তার বাজার থেকে মাত্র ১৫ ডলারে পুরনো আংটি কিনেছিলেন লন্ডনবাসী এক তরুণী। আংটির ওপর বড়সড় পাথরটি যে নকল হীরা, সেটা তার আকার আর জৌলুসের অভাব দেখেই

বোঝা গিয়েছিল।

কিন্তু তিন দশক পার করে সেই আংটি দেখে এক গহনা ব্যবসায়ী সন্দেহ প্রকাশ করলেন, পাথরটি হয়তো একেবারে নকল নয়।

এই কথা শুনে পরীক্ষাগারে আংটির পাথর যাচাই করতে দেন ওই মহিলা। পরীক্ষাগারে তার আংটি পরখ করে চমকে ওঠেন বিশেষজ্ঞরা। কাচ নয়, খঁাটি ২৬.২৭ ক্যারোটের বিশাল আকৃতির হীরা বসানো রয়েছে আংটির মাথায়।

দুমূর্ল্য আংটিটি আপাতত বিশ্বখ্যাত নিলাম সংস্থা ‘সদবি’র হেফাজতে রাখা হয়েছে। আগামী ৭ জুন সেটি নিলামে ওঠার কথা। ধারণা করা হচ্ছে, চার লাখ ৫৫ হাজার ডলার পযর্ন্ত উঠতে

পারে সেই হীরার দাম।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আংটিটি তৈরি হয়েছিল আঠারো শতকে। সেই সময় হীরার শরীরে বেশি খঁাজ কাটার রেওয়াজ ছিল না। ফলে এর মধ্য দিয়ে আলোকরশ্মির বিচ্ছুরণ ও প্রতিফলনের মাত্রাও কম হতো। এ কারণে প্রথম দশের্ন আংটির পাথরকে নকল হীরা ভেবেছিলেন বিক্রেতা ও ক্রেতা দুইজনেই। সংবাদসূত্র : সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36999 and publish = 1 order by id desc limit 3' at line 1