বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজবধূদের মনোমালিন্য চরমে বিপাকে দুই রাজকুমার?

ঘটিবাটি আলাদা হতে বসেছে উইলিয়াম ও হ্যারির
যাযাদি ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
দুই রাজকুমারের সঙ্গে তাদের স্ত্রীরা -ফাইল ছবি

ছোট ভাইয়ের বিয়ের পর থেকেই অশান্তির শুরু। দুই জায়ে ঝগড়া, চুলোচুলি লেগেই থাকে। মুখ দেখাদেখি বন্ধ হওয়ার জোগাড়। অতি পরিচিত এই ঘটনার ব্যতিক্রম হয়নি ব্রিটিশ রাজপ্রাসাদেও। পরিস্থিতি এমনই, 'ঘটিবাটি' আলাদা হতে বসেছে উইলিয়াম ও হ্যারির!

দুই রাজকুমার ও তাদের স্ত্রীদের জন্য আলাদা বিশেষ মিডিয়া সংক্রান্ত পরামর্শদাতা রয়েছেন। কিন্তু তাদের হাজারো চেষ্টাতেও ঘরের ঝগড়া বাইরে আসা ঠেকানো যাচ্ছে না। গত কয়েক মাসে ডাচেস অব সাসেক্স মেগানকে নিয়ে একের পর এক বিতর্কিত খবর প্রকাশিত হয়েছে ব্রিটিশ দৈনিকগুলোতে। প্রায় সবগুলোতেই 'খলনায়িকা' হিসেবে দেখানো হয়েছে হ্যারি-পত্নীকে। এমনও শোনা যাচ্ছে, মেগানকে বোঝাতে গিয়ে হতাশ হয়েছে পড়েছেন পরামর্শদাতারাও। তার কানে আর কথা ছোঁয়ানোও যাচ্ছে না। এ ধরনের খবরের শীর্ষে রয়েছে ডাচেস অব কেমব্রিজ কেটের সঙ্গে মেগানের ঝামেলার কথা।

সম্প্রতি একটি ব্রিটিশ দৈনিকে দাবি করা হয়, মেগান নাকি বিয়ের পরেই অভিযোগ এনেছিলেন, তার ব্রাইডসমেডদের পোশাক ঠিক মতো বানানো হয়নি। আর এর জন্য দায়ী উইলিয়াম-পত্নী কেট। আর একটি খবরে দাবি করা হয়েছিল, রাজপ্রাসাদের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন মেগান। এতটাই যে আড়ালে তাকে 'ডাচেস ডিফিকাল্ট' বলেও ডাকা হয়। বৌদের ঝামেলার মাঝে বিপাকে পড়েছেন দুই ভাইও।

এই মুহূর্তে দুই যুগলের জনসংযোগ সামলান ৩৭ বছর বয়সি জেসন নফ। তিনি জানিয়েছেন, এখন থেকে তিনি শুধু উইলিয়াম ও কেটের বিষয়ে মন দেবেন। ডিউক এবং ডাচেস অব সাসেক্স-এর দেখভাল করবেন নফের ডেপুটি ক্রিশ্চিয়ান জোনস। সম্প্রতি একটি মার্কিন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মেগানের কিছু ঘনিষ্ঠ বন্ধু ডাচেসের সঙ্গে তার বাবার সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। অন্তর্দ্বন্দ্বের পর জানা যায়, মেগানের সম্মতিতেই মিডিয়াকে ওই কথাগুলো বলেছিলেন তার বন্ধুরা। কিন্তু নফকে এ সম্পর্কে কিছুই জানাননি মেগান।

ওই ঘটনার জবাবে মেগানের বাবা টমাস মার্কলও মেয়ের লেখা একটি চিঠি সংবাদ মাধ্যমের কাছে ফাঁস করেন। শোনা যাচ্ছে, এর পরেই সাসেক্সের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন নফ। ২০১৫ সাল থেকে উইলিয়াম, কেট ও হ্যারির জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন নফ। এই ঘটনায় নতুন করে সাবেক যুবরানী ডায়ানার সঙ্গে তুলনা করা হচ্ছে মেগানের। ১৯৯৫ সালে মিডিয়া পরমর্শদাতাকে না জানিয়েই সাক্ষাৎকার দিয়েছিলেন ডায়ানা। যার জেরে সে সময় চাকরি থেকে পদত্যাগ করতে হয়েছিল তাকে।

সব দিক বিচার করে দুই ভাইকে 'আলাদা' হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ২০০৯ সাল থেকে বাবা যুবরাজ চার্লসের প্রাসাদ ছেড়ে একসঙ্গে থাকা শুরু করছিলেন দুই ভাই। এতদিন তারা স্ত্রীদের নিয়ে লন্ডনের কেনসিংটন প্রাসাদে থাকছিলেন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই কেনসিংটন প্রাসাদ থেকে বেরিয়ে উইন্ডসর এস্টেটের ফ্রগমোর কটেজে আলাদা সংসার পাতবেন হ্যারি-মেগান। সন্তানদের নিয়ে উইলিয়াম-কেটের এখন ভরা সংসার। খুব শিগগিরই বাবা-মা হচ্ছেন হ্যারি ও মেগানও। ঝগড়া-ঝঞ্ঝাট এড়াতে তাই এটাই সুবন্দোবস্ত বলে মনে করছে প্রাসাদ। সংবাদ সূত্র : এবিপি নিউজ, ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37358 and publish = 1 order by id desc limit 3' at line 1