বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাক-সৌদি বন্ধুত্বে চরম অস্বস্তিতে ভারত

পাকিস্তানের ডাকে 'না' বলতে পারেন না যুবরাজ সালমান
যাযাদি ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
ইমরান খান ও মোহাম্মদ বিন সালমান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে আদাজল খেয়ে নেমেছে দিলিস্ন। কিন্তু কূটনৈতিকভাবে একঘরে হওয়া দূরের কথা, পুলওয়ামায় হামলার চার দিনের মধ্যে সৌদি আরবের কাছ থেকে উল্টো দুই হাজার কোটি ডলারের উপঢৌকন পেয়েছে ইসলামাবাদ। দিলিস্নর কাছে সবচেয়ে বড় অস্বস্তির বার্তাটি এলো দিনের শেষে পাকিস্তান ও সৌদি আরবের যৌথ বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, জাতিসংঘের জঙ্গি তালিকায় নাম তোলা নিয়ে ভারতের নোংরা রাজনীতি করা উচিত নয়। সংবাদসূত্র : এবিপি নিউজ

জইশ-ই-মোহাম্মদের নেতা মাসুদ আজহারকে যখন ভারত ওই তালিকায় আনতে চাইছে, তখন এই ধরনের বিবৃতি খুবই অস্বস্তিতে ফেলেছে দিলিস্নকে। এদিকে, যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ দমনে পাক ভূমিকার ঢালাও প্রশংসা করে ও যৌথ সহযোগিতার কথা বলে দিলিস্নর রক্তচাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আর এই জটিল কূটনৈতিক পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার যুবরাজের ভারত সফরের কথা থাকলেও আপাতত তা বাতিল করে দেশে ফিরেছেন তিনি। এশিয়া সফরের অংশ হিসেবে যুবরাজের চীন সফরে যাওয়ার কথা থাকলেও তা শেষমুহূর্তে বাতিল করা হয়েছে।

প্রথমবার পাকিস্তানে গিয়ে যুবরাজ মুহাম্মদ বিন সালমান (এমবিএস) শুধু দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তিই করেননি, তিনি বলছিলেন, সৌদি আরবে তিনিই পাকিস্তানের দূত! এরপরে আরও সংযোজন, পাকিস্তানের ডাকে তিনি 'না' বলতে পারেন না। যুবরাজের এমন কথায় কৃতজ্ঞ প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, সৌদি যুবরাজের এসব কথা মন জয় করে নিয়েছে পাকিস্তানের সর্বস্তরের মানুষের।

অন্যদিকে, প্রশ্ন উঠেছে, ভারতে এত বড় জঙ্গি হামলা ও এত প্রাণহানির পরও সন্ত্রাস দমনে পাকিস্তানের প্রশংসা ও বিপুল বিনিয়োগ ঠেকানো গেল না কেন? কূটনীতিকরা বলছেন, ইসলামাবাদের সঙ্গে রিয়াদের সম্পর্কের ভিত বহু দিন আগে থেকেই মজবুত। পাকিস্তানে জঙ্গিদের অর্থ জোগানের ক্ষেত্রেও সৌদি আরবের নাম উঠেছে অতীতে। তাছাড়া, ওই বিপুল অংকের বিনিয়োগ চুক্তি অনেক আগে থেকেই ঠিক হয়ে ছিল। তবে এটা ঠিক, পুলওয়ামায় জইশ-ই-মোহাম্মদের হামলার পর সৌদি-পাক সমীকরণে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। কারণ, সৌদি আরব বরাবর ভারতেরও মিত্র দেশের তালিকায় রয়েছে।

গত রোববার সৌদি যুবরাজ পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটিতে পৌঁছালে সেখান থেকে কূটনৈতিক রীতি ভেঙে ইমরান নিজে গাড়ি চালিয়ে যুবরাজকে নিয়ে যান প্রধানমন্ত্রীর বাসভবনে, ২১টি গান স্যালুট ও লাল গালিচায় স্বাগত জানানো হয়েছে তাকে। সখ্যের এসব মুহূর্ত ও বিভিন্ন চুক্তি সইয়ের কথা খবরের শিরোনামে আসার পর থেকেই আরও বেশি অস্বস্তিতে পড়ে ভারত।

গত মঙ্গলবার সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবাইর দেখা করেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মামুদ কোরেশির সঙ্গে। ওঠে পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রসঙ্গও। কোরেশি তাকে এ ব্যাপারে বিস্তারিত জানান। যুবরাজ সালমনের ভারত সফর বাতিল হওয়ার আগে এই মন্ত্রী বলছিলেন, 'আমাদের লক্ষ্য (ভারত ও পাকিস্তান) দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো। আমরা চাই মতানৈক্য দূর করার যেকোনো শান্তিপূর্ণ পথ। তার মতে, দুটি দেশই সন্ত্রাসসহ একই ধরনের সমস্যায় রয়েছে। আমরা চাই, দুই দেশই বিরোধ দূরে ঠেলে সমাধানের পথে হাঁটুক।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37465 and publish = 1 order by id desc limit 3' at line 1