বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাকির্ন নিবার্চনে রুশ হস্তক্ষেপ নিয়ে উল্টো সুর ট্রাম্পের

‘কথাটা ভুল বলেছিলাম’
যাযাদি ডেস্ক
  ১৯ জুলাই ২০১৮, ০০:০০
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মাকির্ন প্রেসিডেন্ট নিবার্চনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে দেশটির গোয়েন্দা সংস্থার দাবি নাকচ করে দেয়ার একদিন পরই সমালোচনার মুখে নিজ বক্তব্য থেকে পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, নিবার্চনে রাশিয়ার হস্তক্ষেপ করার কোনো কারণ তিনি দেখেন না। তার এ বক্তব্য ঘিরে নিজ দেশেই শুরু হয় তীব্র সমালোচনা। পরে একদিন না যেতেই নিজ বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি সরে আসেন তিনি। মঙ্গলবার তিনি বলেছেন, প্রেসিডেন্ট নিবার্চনে রাশিয়ার হস্তক্ষেপ না করার কোনো কারণ তিনি দেখেন না। সংবাদসূত্র : বিবিসি

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পাশে দঁাড়িয়ে সংবাদ সম্মেলনে মাকির্ন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হেলসিংকিতে পুতিনের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের নিবার্চনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে দীঘর্ কথা হয়েছে। এই আলাপচারিতায় ২০১৬ সালের নিবার্চনে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিবাির্চত করার পেছনে রাশিয়ার হস্তক্ষেপের কোনো কারণ তিনি দেখতে পাননি। অবশ্য মাকির্ন গোয়েন্দা সংস্থাগুলো আগেই নিশ্চিত করেছে, ২০১৬ সালের মাকির্ন প্রেসিডেন্ট নিবার্চনে রুশ হস্তক্ষেপ হয়েছিল। সোমবারের বক্তব্যে দৃশ্যত মাকির্ন গোয়েন্দা দাবি প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু, মঙ্গলবার সুর পাল্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ২০১৬ সালের মাকির্ন নিবার্চনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যে মত দিয়েছে, তা তিনি গ্রহণ করেছেন। অথচ সোমবার তিনি বলেছিলেন, সোমবার তিনি ভুল বলেছেন। তিনি আসলে বলতে চেয়েছিলেন, নিবার্চনে রাশিয়ার হস্তক্ষেপ না করার কোনো কারণ তিনি দেখেন না। তিনি বলেন, ‘আমার বাক্যে আমি ‘উড’ শব্দটি ব্যবহার করেছি, যা আসলে ‘উডনট’ হবে। বাক্যটি হওয়া উচিত ছিল, ‘আই ডন্ট সি এনি রিজন হোয়াই ইট উডনট বি রাশিয়া’ (আমি এটি রাশিয়া না হওয়ার কোনো কারণ দেখি না)। বাক্যে দুটি নেগেটিভ হবে।’ মাকির্ন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমাদের গোয়েন্দা সংস্থার উপসংহার গ্রহণ করি যে, ২০১৬ সালের নিবার্চনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল। অন্য লোকও হতে পারে। অনেক লোকই আছে।’ তিনি পুনরায় দাবি করেন, তবে ওই নিবার্চনে তার ক্যাম্পেইনের (প্রচারণা দল) সঙ্গে রাশিয়ার কোনো গোপন অঁাতাত ছিল না, কোনো ষড়যন্ত্রও ছিল না।

হেলসিংকিতে সোমবারের সংবাদ সম্মেলনে রাখা বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ডেমোক্রেটদের সমালোচনা ছাড়াও নিজের মিত্রদের কাছ থেকেও তার বক্তব্য পরিষ্কার করার দাবি পান তিনি। এছাড়া ট্রাম্প-পুতিনের দুই ঘণ্টার বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানতে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তলব করেছে মাকির্ন কংগ্রেস।

এদিকে ট্রাম্পের নতুন ব্যাখ্যা খুব বেশি লোক যে বিশ্বাসযোগ্য বলে ভাবছে, তা মনে হয় না। একাধিক ভাষ্যকার বলেন, কথাটা ভুল হলে সে কথা স্বীকার করতে তার দেড় দিন লাগার কথা নয়। তা ছাড়া একবার নয়, একই সংবাদ সম্মেলনে তিনি একাধিকবার যুক্তরাষ্ট্রকে সমথের্নর বদলে রাশিয়ার পক্ষাবলম্বন করেছেন। সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরে তিনি ‘ফক্স নিউজ’কে দুটি সাক্ষাৎকার দেন, তাতে সেই একই কথার পুনরাবৃত্তি করেন। সিনেটে ডেমোক্রেটিক নেতা সিনেটর চাক শুমার এক টুইটে ট্রাম্পের ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেন, তিনি ট্রাম্প যা বলেছেন, এখন তা বদলানোর চেষ্টা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4113 and publish = 1 order by id desc limit 3' at line 1