বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে বিয়ালিস্নশে শূন্য পাবে বিজেপি :মমতা

যাযাদি ডেস্ক
  ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০
মমতা বন্দ্যোপাধ্যায়

এতদিন বলতেন পশ্চিমবঙ্গে বিয়ালিস্নশে বিয়ালিস্নশ পাবে তৃণমূল। এবার সেই স্স্নোগান কিছুটা বদলালেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলীপুরদুয়ারে নির্বাচনী জনসভায় শনিবার তিনি বলেন, 'বিজেপির টার্গেট বাঙালিদের তাড়ানো। ওরা ভোটের মৌসুম এলেই ভাঁওতা দেয়, হিন্দু-মুসলমান করে। পশ্চিমবঙ্গ থেকে বাঙালিকে তাড়ানোই ওদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্য সফল হতে দেব না। বাংলায় বিয়ালিস্নশে শূন্য পাবে বিজেপি।' সংবাদসূত্র: এনডিটিভি

মমতা আত্মবিশ্বাসী, আগামী দিনে তৃণমূলই দিলিস্নতে সরকার গড়বে। এদিন তিনি আবারও বলেন, মোদির এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নতুন স্স্নোগান 'অবুঝ নয়, সবুজ চাই'।

তৃণমূল নেত্রী বলেন, 'এবার বিজেপিকে জেতালে দেশের স্বাধীনতা থাকবে না। বাবাসাহেব আম্বেদকরের সংবিধান থাকবে না। কারও স্বাধীনতা থাকবে না। গণতন্ত্র থাকবে না। কেউ কথা বলতে পারবে না। সংখ্যালঘুদের অধিকার থাকবে না। মোদি হিটলারের ঠাকুরদা।' ভোটের আগে সাম্প্রদায়িক বিভেদই একমাত্র হাতিয়ার বিজেপির, অভিযোগ মমতার। তিনি বলেন, 'ওরা ভোটের আগে শুধুই হিন্দু-মুসলমান করে। ওদের বলে দিতে চাই, হিন্দু-মুসলিম-খ্রিস্টান সবাই আমার ভাই বোন।' মমতার অনুরোধ, বিজেপির কথা শুনে ভুল রাস্তায় যাবেন না। ওরা শুধু বিভেদ ছড়ায়। পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করে।

রাজ্য পুলিশে রদবদল নিয়েও এদিন সরব ছিলেন মমতা। তার অভিযোগ, বিজেপির কথায় বদলানো হচ্ছে সব ভালো ভালো অফিসার। তিনি বলেন, 'সব অফিসার বদলে দিন। তাতেও আমাকে বদলাতে পারবেন না। কেন্দ্রীয় বাহিনীকে বলব, যৌথভাবে ভোট করুন। আমাদের ফোর্সও ভালো।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'চৌকিদারি'কেও কাঠগড়ায় তোলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'আগে ছিল চা-ওয়ালা, এখন চৌকিদার হয়েছে। লোকে কিন্তু বলছে, এ চৌকিদার ঝুটা হ্যায়। চৌকিদার লুট লিয়া হ্যায়।'

খানিকটা স্বভাব বিরুদ্ধভাবে আলীপুরদুয়ারের বিজেপি প্রার্থীর নাম করে তাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, বিজেপি আলীপুরদুয়ারে দাঙ্গাবাজকে প্রার্থী করেছে। তিনি বলেন, 'জন বারলা ডুয়ার্সে দাঙ্গা লাগিয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, তরাইয়ে আগুন জ্বালিয়েছে। জন বারলাদের আগুন জ্বালাতে দেবেন না। বিজেপির কি আর প্রার্থী জোটেনি? দাঙ্গাবাজকে কেন দিল? ওরা দাঙ্গাবাজকে প্রার্থী করে আলীপুরদুয়ারে আগুন লাগাতে চাইছে। আমাদের প্রার্থী আপনাদের বাড়িতে আগুন লাগাবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<44357 and publish = 1 order by id desc limit 3' at line 1