বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদির হেলিকপ্টারে তলস্নাশি করায় পর্যবেক্ষক বরখাস্ত

যাযাদি ডেস্ক
  ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা না বলেই তার হেলিকপ্টারে তলস্নাশি চালানোয় বরখাস্ত করা হয়েছে এক নির্বাচনী পর্যবেক্ষকে। বুধবার ওড়িষ্যার পশ্চিমাঞ্চলীয় সম্বলপুরে এই ঘটনা ঘটেছে। সংবাদসূত্র : এনডিটিভি

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এসপিজি নিরাপত্তা বলয়ে থাকা ভিভিআইপিদের সম্পর্কে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করেছেন কর্নাটক ক্যাডেটের এক কর্মকর্তা। তাই তাকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার মুহাম্মদ মহসিন নামের ওই আইপিএস কর্মকর্তা প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তলস্নাশি চালান। তারপরেই এ নিয়ে প্রবল হইচই শুরু হয়ে যায়। নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে রিপোর্ট পাঠান সম্বলপুরের জেলাশাসক ও ওড়িষ্যার ডিআইজি।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই পর্যবেক্ষক আদর্শ আচরণবিধি অনুযায়ী কাজ করেননি। আচমকা ওই তলস্নাশির জন্য প্রধানমন্ত্রীকে ১৫ মিনিট আটকে থাকতে হয়েছে।

উলেস্নখ্য, মঙ্গলবারই ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের হেলিকপ্টারও আচমকা তলস্নাশি করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সেদিন সম্বলপুরে তলস্নাশি চালানো হয় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কপ্টারেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45936 and publish = 1 order by id desc limit 3' at line 1