বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে হামলার সঙ্গে মিল রয়েছে শ্রীলংকার

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

শ্রীলংকায় একাধিক গির্জা ও অভিজাত হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনার সঙ্গে গত বছর পাকিস্তানে এবং ২০১১ সালে নাইজেরিয়ায় হামলার মিল রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা শিরাল লাখথিলাকা। তিনি জানিয়েছেন, আরও দুই অথবা তিনটি হামলার আশঙ্কার কথা বলেছেন তদন্ত কর্মকর্তারা। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস

লাখথিলাকা বলেন, 'এমন একটি সিরিজ বোমা হামলা ও হত্যার ঘটনা শ্রীলংকার দীর্ঘমেয়াদী যুদ্ধেও (তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে) ঘটেনি। আমরা ঠিক একই রকম হামলা দেখেছি ২০১১ সালে নাইজেরিয়ায় এবং পাকিস্তানে ২০১৮ সালে।' তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

শ্রীলংকার ঊর্ধ্বতন ওই কর্মকর্তা পাকিস্তান ও নাইজেরিয়ায় কোন্‌ হামলার কথা বলেছেন, তা উলেস্নখ না করলেও ২০১১ সালের ২৫ ডিসেম্বর বড়দিনে উদযাপন চলাকালে গির্জায় বোমা হামলার ঘটনায় ৪১ জন নিহত ও ৭৩ জন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আহত হন।

হামলা নিয়ে সম্ভাব্য নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমের ব্যর্থতা প্রসঙ্গে তিনি মন্তব্য করে বলেন, 'এই ঘটনার সব দিক নিয়েই বিস্তারিত তদন্ত করা হবে। সন্ত্রাসীরা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46420 and publish = 1 order by id desc limit 3' at line 1