logo
মঙ্গলবার ২০ আগস্ট, ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১২ জুন ২০১৯, ০০:০০  

অভিবাসী ঠেকাতে মেক্সিকোকে ৪৫ দিন সময় যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে অভিবাসীর ঢল থামাতে মেক্সিকোকে ৪৫ দিনের সময় বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সময়ের ব্যবস্থা নিতে না পারলে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করবে দেশটির ওপর। সংবাদসূত্র : বিবিসি

এর আগে শুক্রবার সীমান্তে শরণার্থীর ঢল শামাতে মেক্সিকো রাজি হওয়ায় দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপ 'অনির্দিষ্ট সময়ের জন্য' স্থগিত রাখার কথাও বলেছিলেন ট্রাম্প।

গত কয়েক মাসে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়ে গেছে। সীমান্তে কড়াকড়ি আরোপ না করলে মেক্সিকোর সব ধরনের পণ্য আমদানির ওপর পাঁচ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ শুল্ক আরোপের হার প্রতি মাসে বাড়তে থাকবে বলেও হুমকি দেন তিনি। গত সোমবার থেকে শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের কথা ছিল।

এ নিয়ে মীমাংসা করতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আলোচনা চলতে থাকে। অবশেষে গত শুক্রবার এক যৌথ ঘোষণায় জানানো হয়, সীমান্তে অভিবাসন সংক্রান্ত কর্মসূচিকে বিস্তৃত করতে রাজি হয়েছে মেক্সিকো। দেশটি বলেছে, অভিবাসী ঠেকাতে তারা ল্যাতিন আমেরিকার অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে