বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানের কাছে এস-৪০০ বিক্রির প্রস্তাব রাশিয়ার

যাযাদি ডেস্ক
  ২১ জুন ২০১৯, ০০:০০

তুরস্কের পর এবার ইরানকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'এস-৪০০' দিতে পারে রাশিয়া। এরই মধ্যে ইরানের কাছে এ সম্পর্কিত একটি প্রস্তাবনা দিয়েছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা বিষয়ক কমিটির উপ-প্রধান আলেকজান্ডার শেরিন। সংবাদসূত্র : বিবিসি, পার্স টুডে

শেরিন বলেছেন, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি জোরদারের পাশাপাশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে। এসব অস্ত্র পরিচালনায় দক্ষ ব্যক্তিদেরও পশ্চিম এশিয়ায় আনা হবে। এ অবস্থায় ইরানের উচিত এস-৪০০ কেনার বিষয়টি বিবেচনা করা।

রুশ বার্তা সংস্থা 'রিয়া নোভস্তি'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ইরানের এস-৪০০ কেনা উচিত। এই পদক্ষেপ নিলে ইরানের নিরাপত্তা নিশ্চিত হবে। অবশ্য ইরান যদি শুধু এ ঘোষণাও দেয় যে, তারা এস-৪০০ কিনতে চায় তাতেও কাজ হবে।'

এর আগে পাশ্চাত্যের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান এস-৪০০ কিনতে চেয়েছিল। কিন্তু রাশিয়া দিতে রাজি হয়নি। ওই দাবি প্রত্যাখ্যান করে ইরান ও রাশিয়া বলেছে, তেহরান এই ব্যবস্থা কেনার প্রস্তাব দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54532 and publish = 1 order by id desc limit 3' at line 1