logo
বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৭

  যাযাদি ডেস্ক   ১৬ জুলাই ২০১৯, ০০:০০  

হিমাচলে ভবনধসে ১৩ সেনাসহ নিহত ১৪

ভারতের হিমাচল প্রদেশে একটি বহুতল ভবনধসে দেশটির ১৩ সেনাসহ ১৪ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকালে শিমলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সোলানে ঘটনাটি ঘটে।

ভবনটির ধ্বংসস্তূপের নিচে সাত সেনাসহ আরও প্রায় ১২ জন আটকা পড়ে আছেন। ধ্বংসস্তূপ থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন বেসামরিক ও ছয় সেনা। দুর্যোগ মোকাবেলা বাহিনীর দুটি দল সারারাত উদ্ধার অভিযান চালিয়েছে বলে জানায় পুলিশ।

তিনতলা ওই ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরে ছোট একটি গেস্ট হাউস ছিল। সেনাবাহিনীর প্রায় ৩০ জন সদস্য ও তাদের পরিবার উত্তরাখন্ড যাওয়ার পথে ওই রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে থেমেছিলেন।

ওই সময় প্রবল বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢালুতে দাঁড়িয়ে থাকা ভবনটি ধসে পড়ে। বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু হওয়ার পরও কয়েক ঘণ্টা

বৃষ্টিপাত অব্যাহত ছিল।

সংবাদসূত্র : এনডিটিভি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে