শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরপ্রদেশের পুলিশ মাঝপথে আটকে দিল প্রিয়াঙ্কাকে

গুলিতে ১০ জন নিহতের ঘটনা
যাযাদি ডেস্ক
  ২০ জুলাই ২০১৯, ০০:০০
আটকে দেয়ায় রাস্তায় বসে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের উত্তরপ্রদেশে জমি নিয়ে বিরোধে গুলিতে নিহত ১০ জনের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে মাঝপথে আটকে দিয়েছে রাজ্য পুলিশ। গত বুধবার রাজ্যের সনভদ্রা জেলার উম্বাহ গ্রামে গুলির ওই ঘটনা ঘটে। হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার সকালে প্রিয়াঙ্কা সনভাদ্রা জেলায় যেতে চাইলে পথে মির্জাপুরে পুলিশ তার গাড়িবহর আটকে দেয়। পুলিশি বাধার প্রতিবাদে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা তার কর্মীদের নিয়ে সড়কে বসে পড়েন। পরে একটি সরকারি গাড়িতে করে তাকে সেখান থেকে জোর করে সরিয়ে নেয়া হয়। তবে তাকে ছেড়ে দেয়া হয়েছে কিনা, শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ

প্রিয়াঙ্কা বলেন, 'আমি শুধু ওইসব ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, যাদের প্রিয়জনকে নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমার ছেলের বয়সের একটি ছেলেকে গুলি করা হয়েছে এবং সে হাসপাতালে পড়ে আছে। বলুন, কোন্‌ আইনের বলে আমাকে আটকে দেয়া হয়েছে।'

ভারতে লোকসভা নির্বাচনের সময় থেকে এটা উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কার দ্বিতীয় সফর। তিনি ওই রাজ্যের পূর্বাঞ্চলের কংগ্রেস প্রধানের দায়িত্বে আছেন।

শুক্রবার সকালে প্রিয়াঙ্কা বিমানে করে বারানসি পৌঁছান এবং সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন সংঘর্ষে আহতদের দেখতে যান। তারপর তিনি বারানসি থেকে ৮০ কিলোমিটার দূরে সনভদ্রার পথে রওনা হন। প্রিয়াঙ্কা রওয়ান হওয়া পর খবর বের হয়, স্থানীয় প্রশাসন সনভাদ্রা জেলায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সনভদ্রার কাছে মির্জাপুরে প্রিয়াঙ্কার গাড়িবহর আটকে দেয়ার পর তারা সড়কে অবস্থান নেন। সেখান থেকে তিনি বলেন, 'আমি এখানে শান্তিপূর্ণভাবে বসে আছি, কেউ কি দয়া করে আমাকে এখানে আটকে দেয়ার নির্দেশনামা দেখাবেন?' পরে একটি সরকারি গাড়িতে করে প্রিয়াঙ্কাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, 'আমি জানি না তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা যেকোনো জায়গায় যেতে প্রস্তুত।'

গত বুধবার প্রায় ৩৬ একর জমি নিয়ে বিরোধের সময় গোলাগুলিতে ১০ জন নিহত এবং ২৪ জনের বেশি মানুষ আহত হন। গ্রামপ্রধান যোগ দত্ত এবং তার দলবলের সঙ্গে আদিবাসী কৃষকদের এ সংঘর্ষ হয়। যোগ প্রায় ২০০ লোক ও ৩২টি ট্রাক্টর নিয়ে ওই দিন জমি দখল করতে গিয়ে কৃষকদের বাধা মুখে পড়েন। বাধার মুখে যোগের দলবল কৃষকদের গুলি করতে শুরু করে। প্রায় আধা ঘণ্টা ধরে তারা নির্বিচারে গুলি চালায়, যা ভারতের গত কয়েক বছরের ইতিহাসে সবচেয়ে রক্ত হিম করা ঘটনা। গুলির ঘটনার দিন এক টুইটে প্রিয়াঙ্কা বলেছিলেন, 'বিজেপি শাসিত রাজ্যে অপরাধীদের আত্মবিশ্বাস এতটাই বেড়ে গেছে যে, সেখানে দিনেদুপুরে হত্যার ঘটনা অহরহই ঘটছে। সনভাদ্রা জেলার উম্বাহ গ্রামে ভূমিদসু্যরা তিন নারীসহ গন্ড আদিবাসী সম্প্রদায়ের ৯ জনকে হত্যা করেছে, যা শুনে হৃদয় কেঁপে উঠছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58952 and publish = 1 order by id desc limit 3' at line 1