logo
সোমবার, ২৭ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১১ আগস্ট ২০১৯, ০০:০০  

গুরুতর অসুস্থ অরুণ জেটলি, ভর্তি হাসপাতালে

গুরুতর অসুস্থ অরুণ জেটলি, ভর্তি হাসপাতালে
অরুণ জেটলি
যাযাদি ডেস্ক

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুক্রবার সকালে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হলে দিলিস্নর এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিজেপির এই শীর্ষ নেতাকে। সেখানে 'কার্ডিও-নিউরো' বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ

তাকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তারা ডাক্তারদের সঙ্গে কথা বলেন। প্রায় কয়েক ঘণ্টা থাকার পর বেরিয়ে যান। মোদির আসার খবর শুনে হাসপাতালে ভিড় বাড়ে জেটলি ভক্তদের।

অরুণ জেটলির স্বাস্থ্য নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা 'পিটিআই' জানিয়েছে, 'এন্ডোক্রিনোলজিস্ট', 'কার্ডিয়োলজিস্ট' এবং 'নেফ্রোলজিস্ট'সহ একাধিক চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে